For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এবার প্রায়শ্চিত্ত করুন', দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মমতাকে তোপ নাড্ডার

'এবার প্রায়শ্চিত্ত করুন', দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মমতাকে তোপ নাড্ডার

  • |
Google Oneindia Bengali News

ত্রিপল চোর, আমফান কেলেঙ্কারি থেকে দুর্নীতি! একাধিক ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন জে পি নাড্ডা। একদিকে অনুব্রত গড় অন্যদিকে লালগড়ে আজ মঙ্গলবার পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি সভাও করেন জে পি নাড্ডা। আর সেই সভা থেকেই মুখ্যমন্ত্রীকে দুর্নীতি ইস্যুতে একহাত নিলেন নাড্ডা। সরাসরি মুখ্যমন্ত্রী দুর্নীতির রানি বলেও কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি।

মোদীজি টাকা পাঠান আর যায় তৃণমূল নেতাদের পকেটে!

মোদীজি টাকা পাঠান আর যায় তৃণমূল নেতাদের পকেটে!

বাংলার দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলার জন্যে একাধিক উন্নয়নমুলক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর জন্যেই সেই সমস্ত প্রকল্পের সুবিধা এখানকার মানুষ ভোগ করতে পারে না বলে তোপ নাড্ডার। শুধু তাই নয়, তৃণমূল নেতারা এততাঈ দুর্নীতি পরায়ণ যে বাংলার উন্নয়নের জন্যে পাঠানো টাকাও তৃণমূল নেতাদের পকেটে চলে যাচ্ছে বলে দাবি তাঁর। এছাড়াও, চাল চুরি, ত্রিপল চুরি নিয়েও এদিন সরাসরি তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি সভাপতি।

বাংলার আদিবাসী মহিলারা সুরক্ষিত নন

বাংলার আদিবাসী মহিলারা সুরক্ষিত নন

জঙ্গলমহল এলাকায় মুলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। আর সেখানে দাঁড়িয়ে-ই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন জে পি নাড্ডা। তাঁর অভিযোগ, বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। ধর্ষন, খুনের মতো ঘটনা বেড়েই চলছে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তাঁর। এমনকি, মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন তিনি। লালগড়ের সভা থেকে জেপি নাড্ডা আরও বলেন যে, কেন্দ্র কম দামে চাল পাঠায়, রাজ্য দেয় না। সেই চালও নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ তাঁর। শবর জাতির ৮ জন না খেতে পেয়ে মারা গিয়েছেন।

জয় শ্রী রাম স্লোগান ইস্যুতেই মমতাকে তোপ নাড্ডার

জয় শ্রী রাম স্লোগান ইস্যুতেই মমতাকে তোপ নাড্ডার

ভোটের আগে ফের একবার জয় শ্রী রাম স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক। গত কয়েকদিন আগে ভিক্টোরিয়াতে শ্রী রাম স্লোগানে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। আর এরপর থেকে ফের একবার রাজ্য রাজনীতিতে জড়িয়ে গিয়েছে রাম নাম! এদিন নাড্ডার কথায় উঠে আসে এই বিষয়টি। তিনি বলেন, কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী রাম স্লোগান শুনলেই রেগে যান। এদিনে তো তোষণের রাজনীতি করে যাচ্ছেন। কেন এমন দিচারিতা? সভা থেকেই প্রশ্ন ছুঁড়ে দেন নাড্ডা। একই সঙ্গে প্রায়শ্চিত্ত করার পরামর্শ মুখ্যমন্ত্রীকে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন, ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।'

ছবি সৌ: ফেসবুক

জোটের রাস্তায় হাঁটতে চাইছে তৃণমূল, একুশের 'কুরুক্ষেত্রে’ পিকের পরামর্শ মমতাকেজোটের রাস্তায় হাঁটতে চাইছে তৃণমূল, একুশের 'কুরুক্ষেত্রে’ পিকের পরামর্শ মমতাকে

English summary
JP Nadda slams tmc from Lalgarh midnapore rally ahead of west bengal assembly election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X