For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মমতা

নন্দীগ্রামে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার বিধানসভায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল সুপ্রিমো। একেবারে সেখানে মাটি আঁকড়ে পড়ে থেকে লড়াই করেন তিনি। বিজেপির তরফ

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রামে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার বিধানসভায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল সুপ্রিমো। একেবারে সেখানে মাটি আঁকড়ে পড়ে থেকে লড়াই করেন তিনি। বিজেপির তরফে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান শুভেন্দু অধিকারী।

 ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মমতা

কার্যত দুজনের কাছেই প্রেস্টিজিয়াস লড়াই ছিল। যদিও শেষ খেলায় জিত হয় শুভেন্দুরই। আর এরপর থেকেই ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। এমনকি প্ল্যান করে তাঁকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। আর এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি করলেন তিনি।

বুধবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী

আজ বুধবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের ভাষণের উপর এহেন বক্তব্য রাখা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, নন্দীগ্রামে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! এমনকি প্রচার পর্যন্ত আমাকে করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, ফের একবার ষড়যন্ত্রের অভিযোগে সরব রাজ্যের প্রশাসনিক প্রধান।

তাঁর দাবি, অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। আর তা করা হয়েছিল তাঁকে হারাতেই। তবে এই সমঝোতা কারা করেছিল, এর পিছনে কারা ছিলেন আগেও স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজও সে বিষয়ে কিছুই বলতে চাননি মুখ্যমন্ত্রী। তবে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর যে অভিযোগ এদিন মমতা করেছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

খুন করার চেষ্টার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর তাঁকে খুন করার চেষ্টার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি তাঁকে মারতে চেষ্টা করছে বলে সেই সময় এই অভিযোগ তুলেছিলেন। এমনকি এই বিষয়টিকে কার্যত সব প্রচারেই হাতিয়ার করেছিলেন তৃণমূল নেত্রী।

তবে এদিন বিধানসভায় বক্তব্য রাখতে মমতা বলেন, ''আমার বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রকারীদের উচিত এখন মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা!'' কার্যত তাঁর ইঙ্গিত যে অধিকারীদের দিকেই তা কার্যত স্পষ্ট।

তীব্র আক্রমণ শানান বিজেপিকে

অন্যদিকে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিজেপিকে। বলেন, একবার পেয়ে গিয়েছে। ওরা আর পাবে না। শুধু তাই নয়, নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানান। বলেন, বিজেপি নেতারা সব নিজেদের ওয়ার্ডে জিততে পারে না। আবার বড়বড় কথা বলে।

মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তবে মমতার নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর একটা হারের যন্ত্রণা রয়েছে। আর সেটা তিনি ভুলতে পারেন না। তাই বার বার সেই যন্ত্রণা থেকেই এই কথা বলে যাচ্ছেন বলে দাবি বিরোধী দলনেতার। শুধু তাই নয়, নন্দীগ্রাম নিয়ে কোন অভিযোগ থাকে আর কেউ ষড়যন্ত্র করে থাকে, তা হলে প্রশাসনকে দিয়ে তদন্ত করে দেখার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু।

English summary
Fire shot targeting me in Nandigam, claims Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X