For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ভোটে বিধায়করা খরচ করেছেন কত টাকা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট

একুশের ভোটে বিধায়করা খরচ করেছেন কত টাকা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিধায়করা কত টাকা খরচ করেছেন তার হিসেব অবশেষে প্রকাশ্যে এসেছে। তাতে ৫১ জন বিধায়ক তাঁরে খরচের হিসেব প্রকাশ্যে এনেছে। তাতে দেখা গিয়েছে তাঁরা খরচের জন্য বরাদ্দের ৫০ শতাংশের চেয়েও কম টাকা খরচ করেছে। তাতে দেখা গিয়েছে বিজেপি বিধায়করা তুলনামূলক ভাবে কম টাকা খরচ করেছে তৃণমূল কংগ্রসের থেকে।

ভোটের খরচের হিসেব

ভোটের খরচের হিসেব

বিধানসভা ভোট শেষ হয়ে গিয়েছে। তারপরেই একে একে প্রকাশ্যে আসছে বিধায়কদের খরচের তালিকা। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক তথ্য। তাতে প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের ২৯১ জন বিধায়ক ভোটের কাজে কত টাকা খরচ করেছে তার হিসেব তারা প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে ২০.৫৮ লক্ষ টাকা খরচ করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ৬৭ শতাংশ টাকা খরচ করা হয়েছে। কোন বিধায়ক কত টাকা খরচ করেছেন ভোটের কাজে। এবং কোন বিধায়ক কত টাকা কোন খাতে খরচ করেছেন সেটা প্রকাশ্যে এসেছে।

কত খরচ করেছেন বিধায়করা

কত খরচ করেছেন বিধায়করা

দল হিসেবে দেখা গেলে তৃণমূল কংগ্রেসের ২১২জন বিধায়ক ২১.৪৫ লক্ষ টাকা খরচ করেছে ভোটের প্রচারে। আর বিজেপির ৭৭ জন বিধায়ক খরচ করেছেন ১৮.৪৪ লক্ষ টাকা। তৃণমূলকে ৬৯.৭ শতাংশ খরচ করার সীমা বেঁধে দেওয়া ছিল আগেই। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে ৫৯.৯ শতাংশ খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ২৯১ জন বিধায়কের মধ্যে ২২৯ জন বিধায়ক তাঁদের খরচের হিসেব প্রকাশ করেছে। জনসভা, রোড শো, মিটিং মিছিলে কত টাকা খরচ করা হয়েছে তার হিসেব দেওয়া হয়েছে। এর মধ্যে আবার ৬২ জন বিধায়ক জানিয়েছেন তাঁরা মিটিং মিিছলের জন্য একটি টাকাও নাকি খরচ করেননি।

তারকা ছাড়াই ভোট প্রচার

তারকা ছাড়াই ভোট প্রচার

২৯১ জন বিধায়কের মধ্যে ২৯০ জন বিধায়ক জানিয়েছে তারকা ছাড়াই প্রচারে টাকা খরচ করেছে তারা। মিটিং, মিছিল, জনসভায় টাকা খরচ করা হয়েছে।মাত্র ১ জন বিধায়ক জানিয়েঠেন িতনি তারকা ছাড়া প্রচার করেছেন এবং মিটিং মিছিলের জন্য একটি টাকাও খরচ করেননি। অন্যদিকে আবার ৭২ জন বিধায়ক জানিয়েছেন তারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্কচারের জন্য টাকা খরচ করেছে। ২১৯ জন বিধায়ক জানিয়েছেন কোনও রকমসংবাদ মাধ্যমে প্রচারে তারা একটি টাকাও খরচ করেনি। ২৪২ জন বিধায়ক জানিয়েেন প্রচারের কর্মীদের জন্য টাকা খরচ করেছে তারা। ৪৯ জন বিধায়ক জানিয়েছেন প্রচারকদের জন্য একটি টাকাও খরচ করেনি তারা। গাড়ির পিছনে খরচ করেছেন ২৫১ জন বিধায়ক।

খরচের টাকার উৎস কোথায়

খরচের টাকার উৎস কোথায়

খরচের হিসেব দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে টাকা আসছে তার হিসেবও দিয়েছেন বিধায়করা। তাতে জানা গিয়েছে রাজনৈতিক দলগুলিই নির্বাচনের কাজে ৯১ শতাংশ টাকা দিয়েছে। ৪ শতাংশ বিধায়করা নিজেরা দিয়েছেন। আর ৫ শতাংশ টাকা বিভিন্ন খাত থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কে কোথা থেকে ফান্ড সংগ্রহ করেছেন তার অল্প হলেও হিসেব দিয়েছেন বিধায়করা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
MLAs expences of elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X