For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ফের কোভিড রিপোর্ট বিভ্রাট! প্রোটিয়া স্পিডস্টার জৈব সুরক্ষা বলয়ে ফিরতেই পজিটিভ দিল্লি

Google Oneindia Bengali News

ভারতে আসার পরই তৈরি হয়েছিল বিভ্রান্তি। যদিও দেখা গেল করোনা পরীক্ষার রিপোর্টই ভুল ছিল। তাই কোয়ারান্টিন-পর্ব কাটিয়ে গতকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলেরই সতীর্থ কাগিসো রাবাডা খেললেও খেলা হয়নি অ্যানরিখ নোখিয়ের। অবশেষে বিভ্রান্তি কাটাল তিনটি আরটি-পিসিআর রিপোর্ট। স্বস্তি এলো দিল্লি ক্যাপিটালস শিবিরে।

আইপিএলে ফের কোভিড রিপোর্ট বিভ্রাট! প্রোটিয়া স্পিডস্টার জৈব সুরক্ষা বলয়ে ফিরতেই পজিটিভ দিল্লি

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই স্পিডস্টার রাবাডা ও নোখিয়ে। কোয়ারান্টিন পর্ব শুরুর সময় দুজনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে তাঁদের করোনা পরীক্ষা হয়। রাবাডার রিপোর্ট নেগেটিভ এলেও নোখিয়ের রিপোর্ট পজিটিভ আসে। যদিও দিল্লি ক্যাপিটালসের তরফে আজ জানানো হয় সেই রিপোর্ট ভুল ছিল।

দিল্লি ক্যাপিটালস শিবিরের তরফে জানানো হয়েছে, ওই রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনেই থাকতে হচ্ছিল নোখিয়েকে। এরপর তিনটি আরটি-পিসিআর পরীক্ষা হয়। তিনটিরই রিপোর্ট নেগেটিভ আসায় স্পষ্ট প্রথম রিপোর্টটি ভুল ছিল। এর আগে কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানার রিপোর্টও ভুল এসেছিল। ভারতে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে মোট সাত উইকেট নিয়েছিলেন নোখিয়ে। সেঞ্চুরিয়নে ৫১ রানে ৪ উইকেট নেওয়ার পর জোহানেসবার্গে ৩ উইকেট নেন ৬৩ রানের বিনিময়ে। গত আইপিএলেও দিল্লির হয়ে এই পেসার দুরন্ত ছন্দে ছিলেন। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে এই প্রোটিয়া স্পিডস্টার জানিয়েছেন, হোটেলের ঘরের বাইরে এসে সকলের সঙ্গে ব্রেকফাস্ট করতে পেরে ভালো লাগছে। আজ থেকে অনুশীলন শুরু করছি। মাঠে ফিরতে পারছি ভেবেই ভালো লাগছে। ভারতের মাটিতে নিজেকে দারুণভাবে মেলে ধরতে মুখিয়ে রয়েছেন নোখিয়ে।

এদিকে, অক্ষর প্যাটেলও করোনা আক্রান্ত। তিনি মাঠে ফেরা না অবধি পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে মুম্বইয়ের অলরাউন্ডার শামস মুলানিকে। শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে কর্নাটকের ব্যাটসম্যান অনিরুদ্ধ যোশীকে। তাঁরাও টিম হোটেলে প্রবেশ করেছেন। রবিবার ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ: ১৮ এপ্রিল- পঞ্জাব কিংস, ২০ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২৫ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ২৭ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৯ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২ মে- পঞ্জাব কিংস, ৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ১১ মে- রাজস্থান রয়্যালস, ১৪ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ মে- চেন্নাই সুপার কিংস, ২৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে)

English summary
South African Pacer Of Delhi Capitals Anrich Nortje out of quarantine after false COVID-19 scare. He is available for Selection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X