For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021 Final: মাইলস্টোন ম্যাচে টস হারলেন ধোনি! আইপিএল ফাইনালে রান তাড়া করবে কেকেআর

Google Oneindia Bengali News

আইপিএলের ফাইনালে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠাল কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনি ৩০০তম টি ২০ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। এদিন টসের মুদ্রাটি ছোড়েন ধোনি, হেড কল করেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। উইকেট দেখে এবং ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বলে জানান মর্গ্যান।

আইপিএল ফাইনালে রান তাড়া করবে কেকেআর

ডিউ ফ্যাক্টরের কথা ভেবে যাবতীয় রণকৌশল সাজাতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। যেহেতু টসে কী হবে সেটা কেউ আগাম জানতে পারে না। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস ৬টি ম্যাচে রান তাড়া করে ৬টিতেই জিতেছিল। আজ ম্যাথু হেডেন পিচ রিপোর্ট দেওয়ার সময় বলেছিলেন, এই উইকেটে টস জিতলে ব্যাটিংই নেওয়া উচিত এবং উইকেট দেখে মনে হচ্ছে ১৭০ রান এই উইকেটে জেতার জন্য যথেষ্ট। যদিও দুই অধিনায়কের মত কিন্তু হেডেনের সঙ্গে মিলছে না।

চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বইয়ে সিএসকে জিতেছিল প্রথমে ব্যাট করে। সেই ম্যাচেও ইয়ন মর্গ্যান টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। চেন্নাই সুপার কিংস ৩ উইকেটে ২২০ রান তুলেছিল। নাইটরা ব্যাট করতে নেমে ৩১ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে মরিয়া লড়াই চালিয়েও ১৮ রানে ম্যাচ হারে। ফিরতি সাক্ষাতেও আবু ধাবিতে জিতেছিল চেন্নাই সুপার কিংস, এবার রান তাড়া করে। কেকেআর টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান তুলেছিল। শেষ বলে সিএসকে জয় ছিনিয়ে নিয়েছিল ২ উইকেটে। আজকের ম্যাচটিও যে জমজমাটই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ফাইনালের কথা ভেবে অতিরিক্ত চাপ নিতে চাইছে না সিএসকে শিবির। সে কথা জানিয়েছেন শার্দুল ঠাকুর। তাঁর কথায় এই ম্যাচটিকে অন্য ম্যাচের মতোই দেখা হচ্ছে। ফাইনালের আগে বিশ্রাম দলের কাজে লাগল নাকি উল্টোটা, সেটা অবশ্য আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে।

চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল খেতাব জিতেছে, রানার-আপ হয়েছে পাঁচবার। কলকাতা নাইট রাইডার্স দুবার আইপিএল ফাইনাল খেলেছে। জিতেছে দুবারই। ২০১২ সালে হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবকে। আজকের ফাইনালে দুই দলের প্রথম একাদশই অপরিবর্তিত রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন

English summary
Kolkata Knight Riders Have Won The Toss And Elected To Field Against Chennai Super Kings In IPL 2021 Final In Dubai. KKR Have Beaten CSK To Become IPL Champion For The First Time In 2012.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X