For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ের চড়া রোদে আইপিএলের অনুশীলনে মুম্বই ইন্ডিয়ান্স, ভাইরাল ভিডিও

চেন্নাইয়ের চড়া রোদে আইপিএলের অনুশীলনে মুম্বই ইন্ডিয়ান্স, ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে ২০২১ সালের আইপিএল শুরু হতে এক সপ্তাহ বাকি। তার প্রস্তুতি শুরু করে দিল টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তার মধ্য অন্যতম মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাইয়ের চড়া রোদে গা ঘামানো শুরু করলে। স্বমহিমায় অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহের মতো ভারতীয় দলের তারকারা। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুশীলনে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স

অনুশীলনে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স

টানা তিন বার আইপিএল জয়ের লক্ষ্যে প্রস্তুতিতে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। করোনা ভাইরাস সংক্রান্ত সব বিধি মেনে জৈব সুরক্ষা বলয়ের অধীনে থেকে মাঠে গা ঘামাতে শুরু করল রোহিত শর্মা শিবির। হালকা স্ট্রেচ এবং ওয়ার্ম আপের পর নেটে পর পর ব্যাট হাতে নেমে পড়লেন অধিনায়ক রোহিত থেকে সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়ারা।

ভিডিও ভাইরাল

চেন্নাইয়ের তীব্র দাবদাহে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের অনুশীলনের ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। লিখেছে, তীব্র গরমও তাঁদের ইচ্ছাশক্তিকে হার মানাতে পারেনি। যা ভাইরাল হয়েছে। সঙ্গে জনপ্রিয় হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের #OneFamily স্লোগান।

প্রথম ম্যাচেই নামছে মুম্বই

প্রথম ম্যাচেই নামছে মুম্বই

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার দল।

মুম্বইয়ের সামনে হ্যাটট্রিকের সুযোগ

মুম্বইয়ের সামনে হ্যাটট্রিকের সুযোগ

২০১৯-এর পর ২০২০ অর্থাৎ পরপর দুই বার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার চ্যাম্পিয়ন হলে আইপিএল জয়ের হ্যাটট্রিক হবে মুম্বই ইন্ডিয়ান্সের। একই সঙ্গে ষষ্ঠ বারের জন্য খেতাব জিতে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে রোহিত শর্মা শিবির। ইতিমধ্যে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের খেতাব সংখ্যা ৩।

English summary
IPL 2021 : Rohit Sharma led Mumbai Indians starts training in Chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X