হোম
 » 
সানি দেওল

সানি দেওল

সানি দেওল

বলিউডের রোমান্টিক হিরো ধর্মেন্দ্রর বড়ো ছেলে সানি দেওল ১৯৮৩-তে ‘বেতাব’ ছবিতে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এবং একের পর এক হিট ছবি উপহার দিয়ে এরপর সহজেই দর্শকের মন জয় করে নেন। একই সঙ্গে নিজেকে ব্যবসায়িক দিক থেকে সফল অ্যাকশন তারকা ও নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর এই জনপ্রিয়তা তিন দশকেরও বেশি। অসংখ্য সুপারহিট ছবির নায়ক সানি জিতেছেন বহু পুরস্কার। সম্প্রতি, সতমা হেমা মালিনী ও বাবা ধর্মেন্দ্রর পথে হেঁটে বিজেপিতে যোগ দিয়েছেন দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম। চলতি লোকসভা নির্বাচনে সম্ভবত পাঞ্জাব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানি।. .

সানি দেওল জীবনি

বলিউডের রোমান্টিক হিরো ধর্মেন্দ্রর বড়ো ছেলে সানি দেওল ১৯৮৩-তে ‘বেতাব’ ছবিতে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এবং একের পর এক হিট ছবি উপহার দিয়ে এরপর সহজেই দর্শকের মন জয় করে নেন। একই সঙ্গে নিজেকে ব্যবসায়িক দিক থেকে সফল অ্যাকশন তারকা ও নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর এই জনপ্রিয়তা তিন দশকেরও বেশি। অসংখ্য সুপারহিট ছবির নায়ক সানি জিতেছেন বহু পুরস্কার। সম্প্রতি, সতমা হেমা মালিনী ও বাবা ধর্মেন্দ্রর পথে হেঁটে বিজেপিতে যোগ দিয়েছেন দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম। চলতি লোকসভা নির্বাচনে সম্ভবত পাঞ্জাব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানি।

আরও পড়ুন
By Shalini Updated: Friday, May 31, 2019, 10:35:21 AM [IST]

সানি দেওল ব্যক্তিগত জীবন

পুরো নাম সানি দেওল
জন্ম-তারিখ 19 Oct 1956 (বয়স 67)
জন্মস্থান সাহনেওয়াল, পাঞ্জাব, ভারত
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা
পেশা অভিনেতা
পিতৃ পরিচয় ধর্মেন্দ্র
মাতৃ পরিচয় প্রকাশ কৌর
ধর্ম শিখ
সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া:

সানি দেওল মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য: ₹33.73 CRORE
সম্পদ:₹87.19 CRORE
দায়বদ্ধতা: ₹53.46 CRORE

সানি দেওল সম্পর্কে বিশেষ তথ্য

অভিনয় দুনিয়ায় থাকতে থাকতেই রাজনীতিতে পা রাখেন সানি দেওলের বাবা ধর্মেন্দ্র। ২০০৪-এ তিনি রাজস্থানের বিকানির কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন। এবং অল্প সময়ের মধ্যেই দক্ষ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পান।
His stepmother Hema Malini will be contesting in the elections from Mathura constituency.


He was shrouded in controversy for making fractious statements against the #metoo movement in India.

সানি দেওল রাজনৈতিক টাইমলাইন

2019
  • চলতি লোকসভা নির্বাচনে সম্ভবত গুরদাসপুর বা চণ্ডীগড় কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানি।

আগের ইতিহাস

1983
  • ১৯৮৩-তে ‘বেতাব’ ছবিতে নায়ক হিসেবে বলিউডে তাঁর আত্মপ্রকাশ।

সানি দেওল এর সাফল্য

তিনি বেশ কয়েকটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন।

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X