» 
নির্বাচন
নির্বাচন

কর্নাটকে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আগামী ২৪ মে বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এখনও নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি। তবে রাজনীতির আঁচে তপ্ত হতে শুরু করেছে দক্ষিণের এই রাজ্যের মাটি। ইতিমধ্যে বিভিন্ন দলের নেতা-কর্মীরা মাঠে-ময়দানে নেমে পড়েছেন। একে অপরের থেকে এগিয়ে থাকার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।

২০১৮ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কোনও দলই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। তবে ভোট পরবর্তী সময়ে জেডিএস-কংগ্রেস মিলে জোট করে সরকার গঠন করে। অন্যদিকে সেবারের ভোটে বিজেপি সবচেয়ে বেশি ১০৪টি আসন পেয়ে সর্বাপেক্ষা বৃহৎ দল হিসাবে উঠে আসে। ২০১৩ সালের নির্বাচনে বিজেপি মাত্র ৪০টি আসন পেয়েছিল। যদিও জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোট সরকার তৈরি হয়। তবে একবছর পরই সেই সরকার পড়ে যায়। এবং বিএসইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি সরকার গঠন করে। পরে ২০২১ সালের জুলাই মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ইয়েদুরাপ্পার হাত থেকে বাসবরাজ বোম্মাইয়ের হাতে যায়।
এবছরও ত্রিমুখী লড়াই হতে চলেছে কর্নাটকে। বিজেপি, জেডিএস, কংগ্রেস একে অপরের বিরুদ্ধে ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছে। লিঙ্গায়েত ফ্যাক্টর, উন্নয়ন, দুর্নীতি, তুষ্টিকরণ, মেরুকরণ সহ একাধিক ইস্যু রয়েছে এই ভোটে। সাম্প্রতিক সমীক্ষা বলছে, শাসক দল বিজেপি কিছুটা ব্যাকফুটে, কংগ্রেস রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ফলে খানিকটা বেশি ঐক্যবদ্ধ। ফলে ফের একবার পদ্ম ফুটবে, নাকি কংগ্রেস ফের শাসক দলের তকমা পাবে, নাকি মাঝখান দিয়ে ফের জেডিএস বাজিমাত করবে, তাই এখন দেখার। কর্নাটক নির্বাচনের সমস্ত খবর, ভিডিও, ছবি, আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

আরও পড়ুন
আসন্ন নির্বাচন
ভোট: Fri, 19th Apr, Fri, 26th Apr, Tue, 7th May, Mon, 13th May, Mon, 20th May, Sat, 25th May, Sat, 1st Jun 2024
গণনা: Tue, 4th Jun
সংসদীয় আসন: 543
শাসক দল: ভারতীয় জনতা পার্টি(BJP)
প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
2019 লোকসভা নির্বাচন

272 to win

543
353
92
13
83
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসক দল ভারতীয় জনতা দল (বিজেপি)
  • এনডিএ - 353
  • ইউপিএ - 92
  • SP + BSP - 13
  • অন্যান্য - 83
পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের ফলাফল
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X