হোম
 » 
অজিত যোগী

অজিত যোগী

অজিত যোগী

অজিত যোগী ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী।২০০০ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি সংসদের উভয় কক্ষের সাংসদ হওয়ার সম্মান অর্জন করেছেন।২০১৬ সালে দলবিরোধী কাজের জন্য অজিত যোগী এবং তাঁর ছেলে অমিত যোগীকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়, পাশাপাশি ছত্তিশগড়ের অন্তাগড় উপনির্বাচনে তাঁদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল। তাঁর ছেলে অমিতকে ৬ বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। ২০০৪ সালে এক পথদুর্ঘটনায় যোগী গুরুতর আহত হন। এবং যার ফলে তাঁর শরীরের একটি অংশ প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে তাঁর সঙ্গী ছিল হুইলচেয়ার। তবে তিনি হাল ছাড়েননি। ৯ মে ২০২০ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ছত্রিশগড়ের রায়পুরের শ্রী নারায়ণ হাসপাতালে ভর্তি হন। তিনি কোমায় ছিলেন, ফলে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়েছিল। কুড়ি দিনের লড়াই শেষে ২৯ মে ২০২০ সালে তিনি ৭৪ বছর বয়সে প্রয়াত হন।. .

অজিত যোগী জীবনি

অজিত যোগী ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী।২০০০ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি সংসদের উভয় কক্ষের সাংসদ হওয়ার সম্মান অর্জন করেছেন।২০১৬ সালে দলবিরোধী কাজের জন্য অজিত যোগী এবং তাঁর ছেলে অমিত যোগীকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়, পাশাপাশি ছত্তিশগড়ের অন্তাগড় উপনির্বাচনে তাঁদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল। তাঁর ছেলে অমিতকে ৬ বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। ২০০৪ সালে এক পথদুর্ঘটনায় যোগী গুরুতর আহত হন। এবং যার ফলে তাঁর শরীরের একটি অংশ প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে তাঁর সঙ্গী ছিল হুইলচেয়ার। তবে তিনি হাল ছাড়েননি। ৯ মে ২০২০ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ছত্রিশগড়ের রায়পুরের শ্রী নারায়ণ হাসপাতালে ভর্তি হন। তিনি কোমায় ছিলেন, ফলে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়েছিল। কুড়ি দিনের লড়াই শেষে ২৯ মে ২০২০ সালে তিনি ৭৪ বছর বয়সে প্রয়াত হন।

আরও পড়ুন
By Keshav Karna Updated: Sunday, January 31, 2021, 01:12:19 PM [IST]

অজিত যোগী ব্যক্তিগত জীবন

পুরো নাম অজিত যোগী
জন্ম-তারিখ 29 Apr 1946
প্রয়াণের দিন 29 May 2020 (বয়স 74)
জন্মস্থান বিলাসপুর, সেন্ট্রাল প্রোভেন্স এবং বেরার, ব্রিটিশ ভারত (বর্তমানে ছত্তিশগড়ে
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate Professional
পেশা ইঞ্জিনিয়ার, আইএএস আধিকারিক
পিতৃ পরিচয় কেপি যোগী
মাতৃ পরিচয় কান্তি মণি

অজিত যোগী মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য: ₹4.55 CRORE
সম্পদ:₹4.55 CRORE
দায়বদ্ধতা: N/A

অজিত যোগী সম্পর্কে বিশেষ তথ্য

তিনি "দ্য রোল অফ ডিস্ট্রিক্ট কালেক্টর" এবং "অ্যাডমিনিস্ট্রেশন অফ পেরিফেরাল এরিয়া" নামক দুটি বইয়ের লেখক।
তিনি ভোপালের মৌলানা আজাদ কলেজ অফ টকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্বর্ণপদক অর্জন করেন।
১৯৮১-৮৫ সাল পর্যন্ত ইন্দোরের ডিস্ট্রিক্ট কালেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন যোগী।

অজিত যোগী রাজনৈতিক টাইমলাইন

2018
  • অজিত যোগী ঘোষণা করেন তিনি বিধানসভা নির্বাচনে রাজেন্দ্রগাঁও এবং মারভাহি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন রমন সিং-কে।
2016
  • ২০১৬ সালের জুন মাসে অজিত যোগী নতুন এক রাজনৈতিক দল গঠন করেন, নাম দেন ছত্তিশগড় জনতা কংগ্রেস।
2009
  • ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও ছত্তিশগড়ের মহাসমুন্দ আসন থেকে জিতে সাংসদ নির্বাচিত হন। তবে ২০১৪ সালের লোকসভা ভোটে নিজের আসন ধরে রাখতে ব্যর্থ হন, বিজেপির চন্দু লাল সাহুর কাছে পরাজিত হন ১৩৩ ভোটে।
2008
  • ছত্তিশগড় বিধানসভার প্রতিনিধি নির্বাচিত হন, মারওয়াহি থেকে বিধায়ক নির্বাচিত হন।
2004
  • চতুর্দশ লোকসভায় ছত্তিশগড়ের মহাসমুন্দ থেকে লোকসভা ভোটে নির্বাচিত হন তিনি।
2000
  • ২০০০ সালের ৯ নভেম্বর নতুন তৈরি হওয়া রাজ্য ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। ২০০৩ সালে সমগ্র ছত্তিশগড় জুড়ে তিনি বিকাশ যাত্রার নেতৃত্ব দেন।
1999
  • ছত্তিশগড়কে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে তিনি দান্তেওয়াড়ার মা দান্তেশ্বরী মন্দির থেকে অম্বিকাপুরের মহামায়া মন্দির পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেন।
1998
  • ছত্তিশগড়ের রায়গড় আসন থেকে দ্বাদশ লোকসভায় নির্বাচিত হন।
1997
  • তিনি দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচনী পর্যবেক্ষক নিযুক্ত হন। এ.আই.সি.সি.-র সদস্য হন এছাড়াও পরবহন ও পর্যটন কমিটির সদস্য, গ্রামণী ও নগর উন্নয়ন কমিটির সদস্য, কয়লা মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য। শক্তি মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য, পরোক্ষ করের সাব-কমিটির আহ্বায়ক। এছাড়াও তিনি রাজ্যসভার ভাইস-চেয়ারপার্সনের প্যানেলের সদস্য। এর পাশাপাশি তিনি কংগ্রেসের সংসদীয় দলের প্রধান বক্তা ছিলেন এবং ১৯৯৭-১৯৯৯ সালে এআইসিসি-র মুখ্য বক্তার দায়িত্ব পালন করেন।
1996
  • এ.আই.সি.সি. সংসদীয় নির্বাচনের ( লোকসভা) কোর গ্রুপের সদস্য। পরবর্তীতে তিনি সংসদে কংগ্রেস দলের এক্সিকিউটিভ কমিটির সদস্য হন।
1995
  • বিজ্ঞান এবং প্রযুক্তি , ও পরিবেশ এবং বন সম্পর্কিত কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন।
1995
  • সিকিমের বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হন।
1989
  • লোকসভা নির্বাচনে মণিপুর রাজ্যে কংগ্রেস দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হন। মধ্যপ্রদেশের পূর্বপ্রান্তে উপজাতি অধ্যুষিত ১৫০০ কিলোমিটার এলাকায় সাধারণ সচেতনতা বাড়ানোর পাশাপাশি কংগ্রেসের জনসমর্থনের ভিত শক্ত করেন।
1987
  • মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। পাশাপাশি পাবলিক আন্ডারটেকিং কমিটির সদস্য, শিল্প কমিটির সদস্য, রেলওয়ে কমিটির সদস্য, রাজ্য এসসি এবং এসটি কমিশনের(মধ্যপ্রদেশ) চেয়ারম্যান।
1986
  • ১৯৮৬ সালে নিজের রাজৈনিতক কর্মজীবন শুরু করেন যোগী, তফসিলি জাতি ও তফসিলি উপজাতির কল্যাণ বিষয়ক অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদস্য হন। এরপর জাতীয় কংগ্রেস তাঁকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে। ১৯৯৮ সাল পর্যন্ত সংসদের উচ্চকক্ষে পরপর দুবার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

আগের ইতিহাস

1974
  • ভারতীয় পুলিশ সার্ভিস এবং ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দুটিতেই নির্বাচিত হন অজিত যোগী। ১৯৭৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রদেশের সিদ্ধি, শাহদোল, রায়পুর এবং ইন্দোর জেলায় কালেক্টর / জেলা শাসক হিসাবে কাজ করে রেকর্ড স্থাপন করেন তিনি।
1968
  • তিনি ভোপালের মৌলানা আজাদ কলেজ অফ টেকনোলজি থেকে গোল্ড মে়ডেলর সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। গ্র্যাজুয়েশনের সময় তিনি মৌলানা আজাদ কলেজ অফ টেকনোলজির ছাত্র উইনিয়নের সভাপতি নির্বাচিত হন।
1967
  • অল্প সময়ের জন্য (১৯৬৭-৬৮) তিনি রায়পুরের (ছত্তিশগড়) সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচারার হিসাবে কাজ করেন।

অজিত যোগী এর সাফল্য

১৯৮৪ সালে তাঁকে জায়ান্ট ইন্টারন্যাশনাল "আউটস্ট্যান্ডিং ম্যান" সম্মানে ভূষিত করে।

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X