For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের শক্তিশালী গড়ে ইভিএম থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় অভিযোগ সুজাতার, পাল্টা অমিতের কণ্ঠে কোন সুর

তৃণমূলের শক্তিশালী গড়ে ইভিএম থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় অভিযোগ সুজাতার, পাল্টা অমিতের কণ্ঠে কোন সুর

  • |
Google Oneindia Bengali News

আরামবাগ বিধানসভা আসনে এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা এখানে তৃণমূলের প্রার্থী। বিজেপি প্রার্থী হিসাবে রয়েছেন মধুসূদন বাগ ও মোর্চার তরফে সিপিএমের শক্তিমোহন মালিক । এককালে বামেদের শক্ত ঘাঁটি আরামবাগে দাপচের সঙ্গে থাবা কষিয়েছে তৃণমূল। তবে ২০১৯ লোকসভা ভোটে সেখানে গেরুয়া ঝাণ্ডার দাপট লক্ষ্য করা গিয়েছে। সেই জায়গা থেকে এবারে তৃণমূলের কাছে আরামবাগ দখল একটি বড় চ্যালেঞ্জ।

 সুজাতার অভিযোগ

সুজাতার অভিযোগ

তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁর দাবি, তাঁর কেন্দ্রে প্রাথমিকভাবে সবকিছু ঠিক থাকলেও , আরামবাগের যে সমস্ত এলাকায় তৃণমূল শক্তিশালী সেখানে সমস্যা রয়েছে। সুজাতার অভিযোগ ৪৫ নম্বর বুথে তৃণমূলের বোতাম টিপলে ভোট বিজেপিতে যাচ্ছে।

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ

এছাড়াও তৃণমূল প্রার্থী সুজাতার অভিযোগ আনন্দি ২ নম্বর ব্লকে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিভ্রান্ত করছে। সেখানে বাহিনী নিরপক্ষ নয় বলে দাবি করা হয়েছে। বাহিনীর তরফে বিজেপিকে ভোট দিতে বলা হচ্ছে বলে অভিযোগ সুজাতার।

অমিত মালব্যের পাল্টা জবাব

অমিত মালব্যের পাল্টা জবাব

এদিকে, আরামবাগের একটি বুথে ভোট পর্ব দেরিতে শুরু হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির তরফে অমিত মালব্যের দাবি, তৃণমূল জমি হারাচ্ছে বলেই এমন 'ডেসপারেট' ভাব তাদের।

 সুজতার বড়সড় অভিযোগ

সুজতার বড়সড় অভিযোগ

এদিন তৃণমূলের তরফে সুজাতা খাঁ দাবি করেন, বিজেপি কর্মীরা তাঁকে মেরে ফেলার চক্রান্ত করছে। একা মহিলা হয়ে তাঁর লড়াইকে দেখেই এমনভাবে আক্রমণ করছে তারা, বলে দাবি সুজাতার। এদিকে এদিন দেখা যায়, সুজাতা খাঁজের দিকে লাঠি নিয়ে তেড়ে আসে একদল মানুষ। কোনওক্রমে তৃণমূল প্রার্থী সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁ সমর্থকরাও।

 ২০১৬-তে জিতেছিলেন ১ লক্ষের বেশি ভোটে, এবার শান্তিতে ভোটের দাবিতে রাস্তায় তৃণমূলের শওকত মোল্লা ২০১৬-তে জিতেছিলেন ১ লক্ষের বেশি ভোটে, এবার শান্তিতে ভোটের দাবিতে রাস্তায় তৃণমূলের শওকত মোল্লা

English summary
Arambagh TMC Candidate sujata Mondal alleges EVM tamparing, Amit Malavya answers her
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X