For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে অন্তর্ভূক্ত হতে চলা নতুন দুই দলের বাধ্যতামূলক বেস প্রাইস কত? কী বলছে রিপোর্ট?

আইপিএলে অন্তর্ভূক্ত হতে চলা নতুন দুই দলের বেস প্রাইস কত? কী বলছে রিপোর্ট?

  • |
Google Oneindia Bengali News

আর এক মাস পরেই দেশে শুরু হতে চলেছে বছরের আইপিএল। করোনা ভাইরাসের আবহে ভারতেই হবে টুর্নামেন্ট। তা নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এসবের মধ্যে টুর্নামেন্টের আরও দুই নতুন দলের অন্তর্ভূক্তি নিয়েও দামামা বেজে গিয়েছে বলা চলে। প্রতি দলের বেস প্রাইস কমপক্ষে কত হওয়া প্রয়োজন, তাও এক রিপোর্ট মারফত জানা গিয়েছে।

কবে হতে পারে দুই দলের নিলাম

কবে হতে পারে দুই দলের নিলাম

বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের আইপিএল চলাকালীনই টুর্নামেন্টের নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়ে নিলাম ডাকা হবে। সম্ভবত মে মাসে এই ইভেন্ট আয়োজন করা হবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে সরাসরি কিছু জানানো হয়নি।

সম্ভাব্য দল

সম্ভাব্য দল

২০২২ সালে আইপিএলে দুটি নতুন দল অন্তর্ভূক্ত করা হবে বলে আগেই জানিয়েছিল বিসিসিআই। সেই মতো প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, আহমেদাবাদ হতে পারে প্রথম ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি কোন শহর হবে, তা নিয়ে পুনে, কানপুর, লখনৌয়ের মধ্যে জোর লড়াই।

প্রতি দলের বেস প্রাইজ

প্রতি দলের বেস প্রাইজ

শনিবার অর্থাৎ ১৩ মার্চ বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। ওই বৈঠকে আগামী আইপিএল নিয়ে গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা হয়। সেখানে টুর্নামেন্টের নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে নতুন দুই দলের মালিকানা পেতে ফ্রাঞ্চাইজিগুলিকে ন্যূনতম ১৫০০ কোটি টাকা বেস প্রাইস পকেটে রাখতে হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল গভর্নিং কাউন্সিল নেবে বলে জানানো হয়েছে।

এপ্রিলে শুরু আইপিএল

এপ্রিলে শুরু আইপিএল

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। তার মধ্যে নতুন দুই দলের অন্তর্ভূক্তির জন্য নিলাম ডাকা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

English summary
Two new IPL team will be auctioned in May 2021, says close reports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X