For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে আরসিবি-র সম্পূর্ণ দল ও সূচি কী বলছে? এ পর্যন্ত বিরাটদের পারফরম্যান্স এক নজরে

আইপিএলে আরসিবি-র সম্পূর্ণ দল ও সূচি কী বলছে? এ পর্যন্ত বিরাটদের পারফরম্যান্স এক নজরে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে কাল অর্থাৎ শুক্রবার অর্থাৎ ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি। চেন্নাইয়ের চিপকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোকাবিলায় নামছে মাইক হেসনের দল। তার আগে আরসিবির সম্পূর্ণ দল, সূচি দেখে নেওয়া যাক। চোখ রাখা যাক বিরাট কোহলিদের এ পর্যন্ত আইপিএল পারফরম্যান্সে।

আরসিবি-র সম্পূর্ণ দল

আরসিবি-র সম্পূর্ণ দল

বিরাট কোহলি (অধিনায়ক), ফিন আলেন, শ্রীকার ভরত, যুজবেন্দ্র চাহাল, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, পবন দেশপান্ডে, এবি ডিভিলিয়ার্স, কেইল জেমিয়েসন, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ আজহারউদ্দিন, মহম্মদ সিরাজ, দেবদত্ত পাড়িক্কল, রজত পতিদার, সুয়াশ প্রভুদেশাই, কেন রিচার্ডসন, সচিন বেবি, শাহবাজ আহমেদ, নভদীপ সাইনি, ড্যানিয়েল স্যামস, ওয়াশিংটন সুন্দর।

আরসিবি-র সম্পূর্ণ সূচি

আরসিবি-র সম্পূর্ণ সূচি

১) ৯ এপ্রিল - প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

২) ১৪ এপ্রিল - প্রতিরক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৩) ১৮ এপ্রিল - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৪) ২২ এপ্রিল - প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

৫) ২৫ এপ্রিল - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

৬) ২৭ এপ্রিল - প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

৭) ৩০ এপ্রিল - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

৮) ৩ মে - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

৯) ৬ মে - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

১০) ৯ মে - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - কলকাতার ইডেন গার্ডেন্স।

১১) ১৪ মে - প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস - কলকাতার ইডেন গার্ডেন্স।

১২) ১৬ মে - প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস - কলকাতার ইডেন গার্ডেন্স।

১৩) ২০ মে - প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স - কলকাতার ইডেন গার্ডেন্স।

১৪) ২৩ মে - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - কলকাতার ইডেন গার্ডেন্স।

এ পর্যন্ত আরসিবি-র পারফরম্যান্স

এ পর্যন্ত আরসিবি-র পারফরম্যান্স

১) ২০০৮ - আট দলের মধ্যে সপ্তম।

২) ২০০৯ - রানার্স।

৩) ২০১০ - আট দলের মধ্যে তৃতীয়।

৪) ২০১১ - রানার্স।

৫) ২০১২ - ৯ দলের মধ্যে পঞ্চম।

৬) ২০১৩ - ৯ দলের মধ্যে পঞ্চম।

৭) ২০১৪ - আট দলের মধ্যে সপ্তম।

৮) ২০১৫ - আট দলের মধ্যে তৃতীয়।

৯) ২০১৬ - রানার্স।

১০ ) ২০১৭ - আট দলের সর্বশেষ।

১১) ২০১৮ - আট দলের মধ্যে ষষ্ঠ।

১২) ২০১৯ - আট দলের মধ্যে অষ্টম।

১৩) ২০২০ - আট দলের মধ্যে চতুর্থ।

কাদের ছেড়ে দেওয়া হল

কাদের ছেড়ে দেওয়া হল

মইন আলি, শিবম দুবে, গুরকিরত সিং মান, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, পবন নেগি, পার্থিব প্যাটেল, ডেল স্টেইন, ইসুরু উড়ানা, উমেশ যাদব।

করোনার বাড়বাড়ন্তে আইপিএল পরিচালনায় কতটা কড়া হচ্ছে বিসিসিআই? থাকছে কী কী নিয়ম?করোনার বাড়বাড়ন্তে আইপিএল পরিচালনায় কতটা কড়া হচ্ছে বিসিসিআই? থাকছে কী কী নিয়ম?

English summary
IPL 2021 : Full team, schedule and performances of Royal Challengers Bangalore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X