For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি ক্যাপিটালসের নেতা পন্থে আস্থা রেখেই আইপিএল জয়ের স্বপ্নে বিভোর পন্টিং

Google Oneindia Bengali News

শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে যাওয়ায় দুরন্ত ফর্মে থাকা ঋষভ পন্থের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তারা। ভারতে এসে প্রথম সাক্ষাতকারেই দলের হেড কোচ রিকি পন্টিং জানিয়ে দিলেন, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব উপভোগই করবেন পন্থ।

পন্থে আস্থা রেখেই আইপিএল জয়ের স্বপ্নে বিভোর পন্টিং

পন্টিং বলেন, আমি নিশ্চিত অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব পন্থ খুব ভালোভাবেই সামলাবেন। তিনি এমন একজন ক্রিকেটার যিনি দায়িত্ব নিতে ভালোবাসেন। দলের সাফল্যের কাণ্ডারী হতে ভালোবাসেন। এবং অবশ্যই সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। কীভাবে পন্থ অধিনায়কত্বের দায়িত্ব সামলান তা দেখতে সাগ্রহে তাকিয়ে রয়েছি। তাঁকে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি। তবে আমার ধারণা, পন্থকে এ জন্য খুব বেশি সাহায্য করার দরকার হবে না। কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের অধিনায়কের পাশে থাকতে আহ্বানও জানান পন্টিং। প্রথম ম্যাচে পন্থ চাপমুক্ত থেকেই দলকে নেতৃত্ব দেবেন বলে তাঁর বিশ্বাস। পন্টিং বলেন, আমি, আমার সহকারী ও সিনিয়র ক্রিকেটারদের কাজ হলো যখন দরকার তখনই পন্থকে সবরকম সহযোগিতা করা।

পন্থের প্রশংসা করে পন্টিং বলেন, আমি যখন পন্থকে প্রথম দেখি তখন থেকেই বুঝেছিলাম তিনি কতটা প্রতিভাবান। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে যখন পন্থ সুযোগ পেলেন তখন দ্বিতীয় টেস্টের প্রথম বল পড়ার আগেই আমি বলেছিলাম, এক দারুণ এবং ফলপ্রসূ সিদ্ধান্ত নিল ভারতীয় দল। গত কয়েক মাস ধরে পন্থ যে ক্রিকেটটা খেলছেন তা অবিশ্বাস্য, অসাধারণ বললেও কম বলা হয়।

গত বছর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স না থাকলেও দলের বাকিদের নিয়ে আত্মবিশ্বাসী কোচ পন্টিং। তিনি বলেন, যে ক্রিকেটাররা রয়েছেন তাঁদের পেয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি। আমার বিশ্বাস এই দল আইপিএল জিততে পারে। তা নিশ্চিত করতেই আমার আসা এবং একই উদ্দেশ্য নিয়েই মাঠে নামবেন ক্রিকেটাররা সকলেই। আমরা নিজেদের মধ্যে আলোচনা সেরেছি। জয় ছাড়া কিছু ভাবছি না। গত বছরের চেয়ে আরও একধাপ এগিয়ে যেতে যা যা দরকার সব করা হবে, সেটা নিয়েই পরিকল্পনা করা হচ্ছে। তবে গত বছর কী হয়েছিল তা মাথায় না রেখে পর্যাপ্ত ম্যাচ জিতে প্রথমে ফাইনালে ওঠা ও তারপর জেতা এভাবেই এগোতেই দলকে পরামর্শ দিচ্ছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক।

দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ: ১০ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ১৫ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ১৮ এপ্রিল- পঞ্জাব কিংস, ২০ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২৫ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ২৭ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৯ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২ মে- পঞ্জাব কিংস, ৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ১১ মে- রাজস্থান রয়্যালস, ১৪ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ মে- চেন্নাই সুপার কিংস, ২৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে)

English summary
IPL 2021 Will Commence From 9th April. Extra responsibility of captaincy will sit well with Pant feels Delhi Capitals Coach Ponting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X