For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজস্ব স্টাইলে চেতন ভগতের টুইটের উত্তর দিলেন শশী থারুর

নিজস্ব স্টাইলে চেতন ভগতের টুইটের উত্তর দিলেন শশী থারুর

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক মতাদর্শ অনুসারে তাঁরা দু'জন দু'মেরুর লোক। এক সময় চেতন ভগত সরাসরি মোদী সরকারের সমর্থক ছিলেন৷ অন্যদিকে শশী থারুর কংগ্রেস নেতা এবং দেশে মোদী সরকারের সবচেয়ে বড় সমালোচকদের একজন৷ কিন্তু এবার প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর এবং লেখক চেতন ভগত টুইটারে একে অপরের প্রশংসা করলেন৷ চেতন ভগত শনিবার একটি সাম্প্রতিক ইভেন্ট থেকে তাদের দুজনের একসঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন, 'ভারতে দু'ধরণের ইংরেজি রয়েছে। এক শশী থারুর ইংরেজি, দুই চেতন ভগত ইংরেজি। রবিবার এই টুইট শেয়ার করে থারুর লিখেছেন 'এটি একটি আনন্দের ইভেন্ট ছিল।' এবং তারপর নিজের স্টাইলে থারুর লিখেছেন, ' এখন এাি বিষয়টিকে আপনি কীভাবে চেতন ভগত ইংরেজিতে এ বলবেন?'

নিজস্ব স্টাইলে চেতন ভগতের টুইটের উত্তর দিলেন শশী থারুর

তবে এই প্রথমবার নয় যে কংগ্রেসের সিনিয়র নেতা এবং লেখক সোশ্যাল মিডিয়ায় চেতন ভগতের প্রশংসা করলেন৷ কয়েক বছর আগে, থারুর দেশের অর্থনীতি নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদনে চেতন ভগতের লেখার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই লেখাটি আমাদের দেশের বেশিরভাগ সমস্যা এবং সেগুলি সম্পর্কে আমাদের কী করা উচিত সে সম্পর্কে চেতন ভগতের একটি দুর্দান্ত রচনা। এবং তিনি আরও যোগ করেছিলেন, আমি আশা করি সরকার ও তার ভক্তরা এটিতে কাজ করবে।

সেবার থারুরের প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে চেতন ভগত বলেছিলেন যে তিনি খুশি যে শশী থারুর তাঁর প্রশংসা করেছেন। কিন্তু তিনি সঙ্গেই থারুরকে একটি অনুরোধও করেছিলেন যে, পরের বার তাঁর প্রশংসা করার জন্য কিছু বড় ইংরাজি শব্দ (যেরকমটা শশী থারুর তাঁর বক্তব্যে ব্যবহার করে থাকেন) যেন ব্যবহার করেন থারুর৷ ভগতের অনুরোধ রেখে সেবার, 'সেস্কিপেডালিয়ান' নন বা 'রোডোমন্টেড'-এর মতো শব্দ ব্যবহার করে থারুর পুনরায় চেতনের লেখার প্রশংসা করেছিলেন৷

English summary
Shashi Tharoor replied to Chetan Bhagat's tweet in his own style
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X