
কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে, পরাজয় স্বীকার শশী থারুরের
কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে কংগ্রেস সভাপতি হলেন তিনি। ২৪ বছর পর অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস। বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। ফলাফল যায় মল্লিকার্জুন খাড়গের পক্ষে। খাড়গে পান ৭৮৯৭টি ভোট। বিপক্ষে শশী থারুর পান ১০৭২টি ভোট।

থারুরকে নির্বাচনে পরাজিত করে নতুন সভাপতি খাড়গে
প্রায় আড়াই দশক ধরে কংগ্রেসের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন গান্ধীরা। নব্ব্ইয়ের দশকে সীতারাম কেশরীর পর প্রথমে সোনিয়া গান্ধী তারপর রাহুল গান্ধী এই পদে ছিলেন। ২০১৯-এর পর তিন বছর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোনিয়া গান্ধী। তারপর অ-গান্ধী সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মল্লিকার্জুন খাড়গে। তিনি শশী থারুরকে নির্বাচনে পরাজিত করে নতুন সভাপতি হলেন।

অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত খাড়গে
বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এই নির্বাচনে মল্লিকার্জুন খাড়গে ৯৩৮৫ ভোটের মধ্যে ৭৮৯৭টি ভোট পান। আর শশী থারুর পান মাত্র ১০৭২টি ভোট। ৬৮২৫ ভোটে থারুরকে পরাজিত করে কংগ্রেস সভাপতির গৌরবোজ্জ্বল আসন ছিনিয়ে নেন খাড়গে। এর ফলে তিনি অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হবেন।

কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠবার ঘটল এমন
কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠবার ভোটের মাধ্যমে নির্বাচিত হল সভাপতি। সোমবার দুই দক্ষিণী নেতার মধ্যে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা হয়। যদিও এদিনের নির্বাচনী ফলাফলে সেই প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাওয়া যায়নি। দুই নেতার প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল বিস্তর। প্রায় ৯৬ শতাংশ ভোট পড়ছিল। ৯৯১৫ জন পিসিসি প্রতিনিধিদের মধ্যে ভোট দেমন ৯৪৯৭ জন।

২৪ বছর পর নতুন প্রেসিডেন্ট পেল হাত শিবির
২৪ বছর পর বুধবার নতুন প্রেসিডেন্ট পেল হাত শিবির। ২০১৯ সালে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার পর থেকেই কংগ্রেসের সভাপতি ছিলেন না। অন্তর্বতীকালীন সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন সোনিয়া গান্ধী। অবশেষে তিন বছর পর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার নতুন কংগ্রেস সভাপতির হাত ধরে দল এগিয়ে চলবে দল। তিনি কংগ্রেসকে ফের সুদিনে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কি না, তা বলবে ভবিষ্যৎ।

শশী থারুরকে হারিয়ে জয়যুক্ত হন মল্লিকার্জুন খাড়গে
মঙ্গলবারই সমস্ত রাজ্য থেকে ব্যালট বক্স এসে পৌঁছেছে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের স্ট্রং রুমে। তারপর গণনা শুরু হয়। গণনার প্রথম থেকেই পিছিয়ে পড়তে থাকেন শশী থারুর। জয়যুক্ত হন মল্লিকার্জুন খাড়গে। এখন প্রশ্ন, সত্যিই কি কংগ্রেস গান্ধী প্রভাবমুক্ত কোনও সভাপতি পাবে? নাকি কুর্সিতে কোনও অ-গান্ধী বসে গান্ধী পরিবারের অঙ্গুলিহেলনেই চলবে। তা জানতে অপেক্ষা করতে হবে আরও।

চমৎকারের আশায় ছিলেন শশী, মিলল সমীক্ষাই
রাজনৈতিক মহল মনে করছে, মল্লিকার্জুন খাড়গে গান্ধী পরিবারের প্রস্তাবে ভোটে লড়ছেন। তিনি কুর্সিতে বসায় ব্যাটন গান্ধী পরিবারের হাতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চমৎকারের আশায় ছিলেন শশী থারুর। কিন্তু কোনও চমৎকরা ঘটন না। ভোট পরবর্তী সমীক্ষা মিলিয়ে মল্লিকার্জুন খাড়গেই জিতলেন কুর্সি।

২২ বছর পর ভোটেই ফায়সালা
২২ বছর আগে শেষবার ভোটাভুটি হয়। ২০০০ সালে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন জিতেন্দ্র প্রসাদ। ৯৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন সোনিয়া। সেই থেকে টানা ১৭ বছর তিনিই ছিলেন কুর্সিতে। তারপর রাহুল গান্ধী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০১৯ সালের লোকসভায় শোচনীয় পরাজয়ের পর তিনি ইস্তফা দেন কংগ্রেস সভাপতির পদ থেকে। এবং দাবি করেন অ-গান্ধী সভাপতির।
দলের নেতাদের দুর্নীতি নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুললেন সৌগত রায়, কী বলেছেন তৃণমূলের সাংসদ