For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের আগেই ধাক্কা গুজরাত কংগ্রেসে, এই কারণে দল ছাড়লেন প্রভাবশালী নেত্রী

দল ছাড়লেন গুজরাত কংগ্রেসের মুখপত্র রেখাবেন চৌধুরী। দলের প্রাথমিক সদস্যপদ-সহ সবপদ ত্যাগ করার কথা জানিয়েছেন রেখাবেন। সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে মতান্তরের জেরেই এই ইস্তফা।

  • |
Google Oneindia Bengali News

দল ছাড়লেন গুজরাত কংগ্রেসের মুখপত্র রেখাবেন চৌধুরী। দলের প্রাথমিক সদস্যপদ-সহ সবপদ ত্যাগ করার কথা জানিয়েছেন রেখাবেন। সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে মতান্তরের জেরেই এই ইস্তফা।

নির্বাচনের আগেই ধাক্কা গুজরাত কংগ্রেসে, এই কারণে দল ছাড়লেন প্রভাবশালী নেত্রী

দলের প্রার্থী তালিকা ঘোষণার পর দল ছাড়ার 'রোগ' কংগ্রেসের শুধু একার নয়। একই ঘটনা ঘটেছে বিজেপিতেও। গত সপ্তাহে বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ কাঞ্জিভাই প্যাটেল এবং তাঁর ছেলে সুনীল প্যাটেল দল ছাড়ার কথা জানান।

টিকিট বিলি নিয়ে মতবিরোধের জেরে প্রথম পর্যায়ের ভোটের জন্য মনোনয়নপত্র পেশের শেষ দিনে বাবা-ছেলে ইস্তফা দেন।

গুজরাতের প্রতিদ্বন্দ্বী দুইদলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে চলেছে। কংগ্রেস এখনও পর্যন্ত ১৮২ টি আসনের মধ্যে ১৬৬ জনের নাম ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপি এখনও পর্যন্ত ১৪৮ জনের নাম ঘোষণা করেছে।

এইবারের ভোটে কংগ্রেস ও বিজেপির মধ্যে কড়া লড়াই হচ্ছে। গতবারের থেকে অনেক ভাল ফল করার ব্যাপারে আশাবাদী কংগ্রেস। ভোটের শতাংশ কিংবা আসন সংখ্যা, দুই দিক থেকেই তাঁরা ভাল ফল করবে বলে আশাবাদী রাজ্য কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে, বিজেপির কাছে বিষয়টি সম্মানের লড়াই-এ পরিণত হয়েছে।

দুদফায় এবার গুজরাতের বিধানসভা নির্বাচন হচ্ছে। ৯ ডিসেম্বর ৮৯ আসনে নির্বাচন এবং ১৪ ডিসেম্বর নির্বাচন ৯৩টি আসনে। ভোটগণনা ১৮ ডিসেম্বর।

English summary
Gujarat congress spokesperson Rekhaben Chaudhury quits party with weeks left for polls. The reason behind Chaudhury's resignation is not clear. Media reports suggest she is unhappy with ticket distribution.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X