গুজরাতে ফের একবার ক্ষমতা দখল করল বিজেপি। গুজরাতে টানা ৭ বার জিতল মোদীর দল। প্রধানমন্ত্রী- গড়ে ৮০-র থেকেও বেশি আসন গেল কংগ্রেসের দখলে। অ্যানালিটক্সরা যা নিয়ে কাটাছেঁড়ে চালাচ্ছেন।

নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, হার্দিক প্যাটেলরা একের পর এক বার্তা দিচ্ছেন। কেউ দিচ্ছেন বিজয় বার্তা, কেউ ভালো লড়াই করার জন্য আশ্বাস দিচ্ছেন পার্টি কর্মীদের। গুজরাতে এবারের ভোটে ক্ষমতা দখল করতে না পারলেও আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে। কারোর দাবি ২০১৯ -র লোকসভা ভোটে বিজেপির অ্যালার্ম কল এই ফলাফল। আবার কেউ বলছেন এই ভোটের ফল দেখিয়ে দিচ্ছে ২০১৯ -এ ফের ক্ষমতায় ফিরবে বিজেপি।
এদিকে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়লেন টুইট সরগরম করতে। একের পর এক নিদারুণ টুইট চলে এল সামনে যা দেখে যেমন হাসবেন, তেমনি চোখ কুঁচকাতেও পারেন।
BJP supporters from early morning to now.
— Bollywood Gandu (@BollywoodGandu) December 18, 2017
#GujaratVerdict pic.twitter.com/tqNFM9VEeO
এই পোস্টটিতে দেখা যাচ্ছে সকাল থেকে কীভাবে বদলে গেল বিজেপি সমর্থকদের মুখে।
কেউ আবার লিখেছেন , নরেন্দ্র মোদী দেশকে কীভাবে ধন্যবাদ দেবেন। কারা কারা উঠে আসবে তাঁর ধন্যবাদের লিস্টে।
#GujaratVerdict Awaiting Modi’s victory speech thanking Aurangzeb, Terrorists, Pakistan, Sea Plane, Mani Shankar Iyer for BJP win.
— RKHURIA (@rkhuria) December 18, 2017
কেউ কেউ আবার পদ্মাবতীর প্রসঙ্গও তুলে এনেছেন এই ভোটের ফলাফলে । তাঁদের মতে এবার বোধহয় দেশের দ্বিতীয় বড় ইস্যু নিয়ে কথা হবে।
Gujarat Polls are over, so finally can we get a release date for #Padmavati #GujaratVerdict pic.twitter.com/guNTy3nTed
— Aarti (@aartic02) December 18, 2017
বিজেপি জনমত সমীক্ষার পর দাবি করেছিল ১৫০ টি-র কাছাকাছি আসন পাবে তাঁরা। কিন্তু সেটা কার্যত ১০০ -র আশেপাশে ঠেকায় কোনও কোনও নেটিজেনের দাবি বিজেপি ফলাফলেও জিএসটি যোগ করেছে।
tinymce.DOM.setHTML(tinymce.DOM.get(tinyMCE.activeEditor.id + '_path_row'), "Content length can not cross more than "+lenght+" words.");এবারের গুজরাত নির্বাচনে প্রতিনিধি দিয়েছিলেন আপ। দিনের শেষে তাদের টিকি দেখা গেল না । তাই নিয়েও কেউ কেউ মুখ খুলেছিল।
AAP in Gujarat from 2015 to 2017.#GujaratVerdict #GujaratElection2017 #GujaratResults #GujaratFinalPoll pic.twitter.com/1KuiIDWgB9
— The Viral Fever (@TheViralFever) December 18, 2017
মোদীও বাদ যাননি নেটিজেনদের হাসির খোরাক হওয়া থেকে। তাঁকে নিয়েও হয়েছে ট্রোল।
Modiji before Election:
— Rijoy Raphel (@iamrijoy) December 18, 2017
Pakistan is fixing #GujaratElection2017 😭
Bhakts after #GujratResults :
Thank You Pakistan for making BJP win in Gujarat😃#GujaratVerdict
আপ এবারের গুজরাত নির্বাচনে ১১টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। কারোর কারোর দাবি ১১ টি কেন্দ্রেই জমানত জপ্ত হয়েছে। তাদের দাবি আপ বাকি ১৭১ টি আসনে -র পয়সা বাঁচিয়েছে।
"Content length can not cross more than "+lenght+" words.");Have pidis gone back to cage? #GujaratVerdict
— Dr. Latha (@DrlathaC) December 18, 2017
This is how BJP won in the last moment.#GujaratElection2017 #GujaratVerdict pic.twitter.com/BwIOVU9RuX
— Prema + Attitude (@JAI_NTR_NBK) December 18, 2017
TV Anchor: Hey, BJP wanted 150 seats. Why less now?
— Kiran Kumar S (@KiranKS) December 18, 2017
Smart Gujarati: Because we deducted GST from 150 and only gave the rest ☺#GujaratVerdict
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.