For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে কোথায় পিছিয়ে পড়ল কংগ্রেস, কোন অঞ্চলে বাজিমাত বিজেপির

গুজরাতে ভোট শেয়ার খুব বেশি না কমলেও বিজেপি আসন সংখ্যার বিচারে একশো-র নিচে নেমে গিয়েছে। ২০১২ সালে যেখানে ১১৫টি আসন পেয়েছিল, সেখানে ২০১৭ সালে এসে বিজেপি ৯৯টি আসন পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে ভোট শেয়ার খুব বেশি না কমলেও বিজেপি আসন সংখ্যার বিচারে একশো-র নিচে নেমে গিয়েছে। ২০১২ সালে যেখানে ১১৫টি আসন পেয়েছিল, সেখানে ২০১৭ সালে এসে বিজেপি ৯৯টি আসন পেয়েছে। কংগ্রেস ছোট ছোট গোষ্ঠীকে সঙ্গে নিয়ে অলিখিত বৃহত্তর জোট তৈরি করে বরং আগের বারের চেয়ে অনেক বেশি আসন পেয়েছে। ৬১ টি আসন থেকে সরাসরি ৮০টি আসনে পৌঁছে গিয়েছে।

বিজেপিকে বাঁচিয়েছে শহরের ভোট

বিজেপিকে বাঁচিয়েছে শহরের ভোট

বিজেপিকে এযাত্রায় বাঁচিয়ে দিয়েছে শহুরে ভোটাররাই। উন্নয়নের যে দাবি ভোটের মধ্যে করেছিল বিজেপি তাতে সাড়া দিয়েছেন শহরের মানুষ। আর তাই গ্রাম মুখ ফিরিয়ে নিলেও বিজেপি ষষ্ঠবারের জন্য গুজরাতে সরকার গড়তে চলেছে। ৫৫টি শহুরে আসনের মধ্যে বিজেপি ৪৪টি জিতেছে। এদিকে শহরতলি ও গ্রামীণ এলাকার ১২৭টি আসনের মধ্যে বিজেপি ৫৫টি ও কংগ্রেস ৬৮টি আসন জিতেছে। ফলে শহর মুখ ফিরে না তাকালে বিজেপির এযাত্রায় নাক কাটা যেত।

গ্রামীণ এলাকায় আসন বণ্টন

গ্রামীণ এলাকায় আসন বণ্টন

গ্রামীণ এলাকায় কংগ্রেস মাত দিয়েছে বিজেপিকে। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে মোট ৯৮টি আসনের মধ্যে বিজেপি ৫০টি ও কংগ্রেস ৪৩টি আসন পেয়েছিল। ২০১৭ সালে এসে বিজেপির আসন কমে ৪০টিতে দাঁড়িয়েছে। আর কংগ্রেস সেখানে পেয়েছে ৫৫টি আসন।

শহরতলি এলাকায় আসন বণ্টন

শহরতলি এলাকায় আসন বণ্টন

শহরতলি এলাকায় মোট ৪৫টি আসনের মধ্যে ২০১২ সালে বিজেপি পেয়েছিল ৩০টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৪টি আসন ও একটি পেয়েছিল নির্দল। ২০১৭ সালে এসে সেখানেও বিজেপির আসনে থাবা বসিয়েছে কংগ্রেস। বিজেপি কমে ২৬-এ নেমে গিয়েছে। কংগ্রেস পেয়েছে ১৯টি আসন।

শহর এলাকায় আসন বণ্টন

শহর এলাকায় আসন বণ্টন

শহুরে ভোটারদের কাছে বিজেপির জনপ্রিয়তা কিছুটা হলেও অটুট রয়েছে। ২০১২ সালে মোট ৩৯টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৩৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ৪টি আসন। ২০১৭ সালে বিজেপির দুটি আসন কমে ৩৩টিতে এসে দাঁড়িয়েছে। কংগ্রেস পেয়েছে ৬টি আসন। আর এই শহুরে ভোটারদের বদান্যতায়ই ফের বিজেপি গুজরাতে ষষ্ঠবারের জন্য ক্ষমতায় এসেছে।

English summary
BJP’s urban surge offsets Congress’s gains in rural areas in Gujarat Assembly Elections 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X