For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর জন্য তৈরি রাহুল, গুজরাটে ‘নৈতিক জয়’-এ মোদীকে চ্যালেঞ্জ অধীরের

কোনরকমে জিতে সরকার টিকিয়ে রাখতে বিজেপি সমর্থ হলেও রাহুল বুঝিয়ে দিলেন, তিনিই বড় চ্যালেঞ্জ মোদীর সামনে।

Google Oneindia Bengali News

'মোদীর বিজয়-রথকে চ্যালেঞ্জ জানানোর লোক হাজির হয়ে গিয়েছে। ২০১৯-এর জন্য রাহুল গান্ধী যে কতটা তৈরি তা-ই দেখাল এবার মোদী-রাজ্যে বিধানসভা নির্বাচন। কোনরকমে জিতে সরকার টিকিয়ে রাখতে বিজেপি সমর্থ হলেও রাহুল বুঝিয়ে দিলেন, তিনিই বড় চ্যালেঞ্জ মোদীর সামনে।' গুজরাট নির্বাচনের ফলকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেইসঙ্গে সাফ সাফ জানিয়ে দিলেন, 'গুজরাটে তাঁদেরই নৈতিক জয় হয়েছে। রাহুল গান্ধীর কাছে গোহারা হেরেছেন মোদী।'

Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019

[আরও পড়ুন:পতনের মুখ দেখেও চাঙ্গা হল শেয়ার বাজার, মোদীর জয়ে আস্থা বিনিয়োগকারীদের][আরও পড়ুন:পতনের মুখ দেখেও চাঙ্গা হল শেয়ার বাজার, মোদীর জয়ে আস্থা বিনিয়োগকারীদের]

অধীর চৌধুরী বলেন, 'গুজরাট নির্বাচনের সারাংশই হল, কংগ্রেসের উত্থান। একেবারে শূন্য থেকে শুরু করে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া মুখের কথা নয়। গুজরাটে কোনও মুখ না থাকা সত্ত্বেও, রাহুল গান্ধী যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কংগ্রসকে সাফল্য এনে দিয়েছেন, তার প্রভাব পড়বে দেশজুড়ে। আর বিজেপি এর ফল বুঝতে পারবে ২০১৯-এ।'

গত লোকসভা নির্বাচনে এই গুজরাটে খাতা খুলতে পারেনি কংগ্রেস। ২৬টি কেন্দ্রেই ভরাডুবি হয়েছিল বিজেপির কাছে। তারপর মাত্র তিন বছরের মধ্যে কংগ্রেসকে প্রায় ম্যাজিক ফিগারের সামনে নিয়ে চলে গিয়েছিলেন রাহুল গান্ধী। অধীর চৌধুরী বলেন, 'তাঁর যোগ্য নেতৃত্বে দেশে কংগ্রেস যে ফের প্রাসঙ্গিকতা ফিরে পাবে, তার আভাস দিয়ে গেল গুজরাটের নির্বাচন। মোদীর কাছে বড় চ্যালেঞ্জের নাম রাহুল গান্ধী। আর সেই চ্যালেঞ্জ সামলানো যে এত সহজ হবে না, তাও বুঝে গিয়েছেন তিনি।'

Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019

Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019

[আরও পড়ুন:জিগনেশ-হার্দিক-অল্পেশের কী প্রভাব পড়ল এবারের গুজরাত নির্বাচনে][আরও পড়ুন:জিগনেশ-হার্দিক-অল্পেশের কী প্রভাব পড়ল এবারের গুজরাত নির্বাচনে]

তাঁর কথায়, 'গুজরাট নির্বাচনের ফল দেখিয়ে দিয়েছে, কংগ্রেস বাড়ছে। ২০১৪-র পর যে অস্তিত্বহীনতা গ্রাস করেছিল, তা উধাও। এর মধ্যে পাঞ্জাবে জিতেছে কংগ্রেস, মণিপুর ও গোয়ায় নির্বাচনেও কংগ্রেস বিজয়ী হয়েছিল। কিন্তু অন্যপথে সেই রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি।' উত্তর-পূর্ব ভারতেও রাহুলের নেতৃত্বে কংগ্রেস ভালো ফল করবে বলে আশাবাদী অধীর চৌধুরী।

হিমাচল প্রদেশ প্রসঙ্গে তিনি বলেন, 'ওই হার নিয়ে আমরা ভাবছি না। কারণ হিমাচলের ট্রাডিশনই হল, একবার বিজেপি সরকার, তো একবার কংগ্রেস সরকার। আমরা সরকারে ছিলাম, এবার বিজেপি সরকারে এসেছে। কিন্তু গুজরাটের ফলাফলে আমরা নৈতিক জয় পেয়েছি। সেই জয়ই আমাদের ভবিষ্যতের পাথেয় হবে।' এই নির্বাচন থেকে কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করল বলে অভিমত অধীরবাবুর।

English summary
Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019 general Election. The Gujarat Assembly Election understand that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X