For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরাজয় স্বীকার করে দলীয়কর্মীদের এই নজর কাড়া বার্তা রাহুলের, কী বলছে কংগ্রেস শিবির

গুজরাত নির্বাচনে পরাজয় যেমন একটা দিক , তেমনই হিমাচল প্রদেশ হাতছাড়া হওয়াটাও কংগ্রেসের কাছে একটা বড় বিপর্যয়

  • |
Google Oneindia Bengali News

গুজরাত নির্বাচনে পরাজয় যেমন একটা দিক , তেমনই হিমাচল প্রদেশ হাতছাড়া হওয়াটাও কংগ্রেসের কাছে একটা বড় বিপর্যয়। তবে এইরকম পরিস্থিতিতেও দলীয় কর্মীদের মনোবলকে শক্ত রাখার ইঙ্গিত দিয়ে টুইটারে বার্তা দিয়েছেন কংগ্রেস সবাপতি রাহুল গান্ধী সহ বহু কংগ্রেস নেতা। একনজরে দেখে নেওয়া যাক কংগ্রেস নেতাদের বার্তা।

রাহুল গান্ধী

অত্যন্ত নম্র রাজনৈতিক সৌজন্য নিয়ে এদিন হিমাচল ও গুজরাতের মানুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাহুল গান্ধী। পাশাপাশি পার্টি কর্মীদের জন্য একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

[আরও পড়ুন:‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাত'! মোদী-নিশানায় তাৎপর্যপূর্ণ টুইট মমতার][আরও পড়ুন:‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাত'! মোদী-নিশানায় তাৎপর্যপূর্ণ টুইট মমতার]

অশোক গেহলোট

হার না মানার বার্তা নিয়ে আজ নির্বাচনের ফলপ্রকাশের পর এই টুইট বার্তাটি করেন অশোক গেহলোট।

[আরও পড়ুন:গুজরাতে জয় এসেছে সহজেই, কেন এমন বললেন অমিত শাহ, আর কী বললেন তিনি][আরও পড়ুন:গুজরাতে জয় এসেছে সহজেই, কেন এমন বললেন অমিত শাহ, আর কী বললেন তিনি]

সঞ্জয় ঝা

গুজরাত নির্বাচনে পরিসংখ্যানের নিরিখে গোটা বিষয়টিকে তুলে ধরে কর্মীদের উৎসাহ দিয়েছেন কংগ্রেস নেতা সঞ্জয় ঝা।

সঞ্জয় নিরুপম

দুটি নির্বাচনে হারের পর ক্ষোভ ধরে রাখতে পারেননি কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম।

প্রিয়ঙ্কা চতুর্বেদী

কংগ্রেস সদস্য প্রিয়ঙ্কা চতুর্বেদীও নিজের মতো করে এদিন বক্তব্য রেখে টুইট করেন।

English summary
congress leader's social media reaction after gujarat and himachal election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X