For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অঞ্চল ভেদে কেমন হল গুজরাত ভোটের ফল, কোথায় বাজিমাত বিজেপির

চারটি অঞ্চল ভেদে কোথাও বিজেপি এগিয়ে ছিল, কোথাও এগিয়ে ছিল কংগ্রেস ও সঙ্গে ওবিসি, দলিত, পতিদারদের জোট। শেষপর্যন্ত সবকটি শক্তিকে পরাস্ত করে বিজেপি জয়লাভ করেছে।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের পাশাপাশি হিমাচলপ্রদেশেও সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে এবারের গুজরাত ভোট বেশ কঠিন হয়ে উঠেছিল গেরুয়া বাহিনীর কাছে। চারটি অঞ্চল ভেদে কোথাও বিজেপি এগিয়ে ছিল, কোথাও এগিয়ে ছিল কংগ্রেস ও সঙ্গে ওবিসি, দলিত, পতিদারদের জোট। শেষপর্যন্ত সবকটি শক্তিকে পরাস্ত করে বিজেপি জয়লাভ করেছে।

[আরও পড়ুন:পরাজয় স্বীকার করে দলকর্মীদের এই নজর কাড়া বার্তা রাহুলের, কী বলছে কংগ্রেস শিবির][আরও পড়ুন:পরাজয় স্বীকার করে দলকর্মীদের এই নজর কাড়া বার্তা রাহুলের, কী বলছে কংগ্রেস শিবির]

তবে আগের বারের চেয়ে আসন সংখ্যা ১৬টি কমেছে বিজেপির। ২০১২ সালে যেখানে ১১৫টি আসন ছিল সেখানে এবারে একশোর নিচে নেমে ৯৯টি আসনে এসে ঠেকেছে বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আটকায়নি। এদিকে কংগ্রেসও আগের বারের চেয়ে ভালো ফল করেছে।

[আরও পড়ুন:গুজরাত ও হিমাচলে যমজ জয় পেয়ে টুইটারে এই বার্তা বিজেপি-র নেতা-মন্ত্রীদের][আরও পড়ুন:গুজরাত ও হিমাচলে যমজ জয় পেয়ে টুইটারে এই বার্তা বিজেপি-র নেতা-মন্ত্রীদের]

২০১২ সালে কংগ্রেস ৬১টি আসন পেয়েছিল। এবার সেটা বেড়ে হয়েছে ৮০টি আসন। অর্থাৎ আসনের বিচারে কংগ্রেস ১৯টি আসন বেশি পেয়েছে। বিজেপি জয়ী হলেও কংগ্রেসের ভালো ফলকে নৈতিক জয় হিসাবেই দেখছেন অনেকে। আর কয়েকটি আসনে বিজেপি হোঁচট খেলেই ফলাফল অন্যরকম হতেই পারত। কারণ খুব বেশি আসনের ব্যবধানে বিজেপি জেতেনি। একনজরে দেখে নেওয়া যাক অঞ্চলভেদে কোথায় কেমন ফল হল।

সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকা

সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকা

এই এলাকায় মোট আসন ছিল ৫৪টি। এর মধ্যে সৌরাষ্ট্র পতিদারদের এলাকা হওয়ায় পুরো ভোট বিজেপির বিপক্ষে গিয়েছে। সকলে দলে দলে কংগ্রেসকে ভোট দিয়ে বিরোধী হাত শক্তিশালী করেছে। এই অঞ্চলে বিজেপি ২৩টি ও কংগ্রেস ৩০টি আসনে জয়ী হয়েছে। একটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী।

উত্তর গুজরাত

উত্তর গুজরাত

উত্তর গুজরাতেও বিজেপি বিশেষ সুবিধা করতে পারেনি। এই অঞ্চলে মোট ৩২টি আসন রয়েছে। তার মধ্যে ১৪টি আসনে বিজেপি জয়লাভ করেছে। কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। অর্থাৎ সৌরাষ্ট্র ও কচ্ছের মতো উত্তর গুজরাতেও কংগ্রেস বাজি মেরে দিয়েছে। অন্যান্যরা পেয়েছে ১টি আসন।

 মধ্য গুজরাত

মধ্য গুজরাত

মধ্য গুজরাতে ভালো ফল করেছে বিজেপি। এই অঞ্চলে মোট আসন ৬১টি। তার মধ্যে ৩৭টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ২২টি আসন। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।

দক্ষিণ গুজরাত

দক্ষিণ গুজরাত

এখানে বিজেপির ফলাফল সবচেয়ে ভালো। মোট ২৫টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৫টি ভোট। কংগ্রেস পেয়েছে ১০টি ভোট। বাকী নির্দল অথবা অন্যান্যরা কোনও আসন পায়নি।

English summary
Regionwise result of BJP and Congress in Gujarat Assembly Elections 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X