For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন!‌ ভুয়ো খবরের দাবি খারিজ করল কেন্দ্র

পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন!‌ ভুয়ো খবরের দাবি খারিজ করল কেন্দ্র

Google Oneindia Bengali News

ভুয়ো খবর ঘুরে বেড়ানোর দারুণ এক মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। করোনা ভাইরাসের মহামারির সময়ও মিথ্যা খবর ঘুরে বেড়িয়েছে এই মাধ্যমে। যার জেরে বিভ্রান্ত হয়েছেন সাধারণ মানুষ। এবার আরও একটি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এল। তা হল কেন্দ্র সরকার পড়ুয়াদের বিনামূল্যে অ্যানড্রয়েড ফোন দেবে।

পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন!‌ ভুয়ো খবরের দাবি খারিজ করল কেন্দ্র


এই খবরটি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওই পোস্টের দাবি অনুযায়ী, মহামারির জন্য হওয়া লকডাউনে পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার পড়ুয়াদের স্মার্টফোন দিয়ে তাই পড়াশোনায় সহায়তা করতে চায়। ওই মেসেজে বলা হয়েছে, স্কুল ও কলেজ করোনা ভাইরাসের জন্য বন্ধ থাকার কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। আর তাই সরকার স্মার্টফোন দিয়ে পড়ুয়াদের সহায়তা করতে চায়।

এই মেসেজটি বহুবার ফরোয়ার্ড করা হয়েছে এবং মেসেজে একটি লিঙ্কও দেওয়া হয়েছে যা ক্লিক করে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। তবে এই ধরনের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই ভালো নতুবা তা ব্যবহারকারীর ফোনের সব তথ্য চুরি করে নিতে পারে।

প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এই দাবিকে খারিজ করেছে এবং এই মেসেজ ভুয়ো বলে জানিয়েছে। পিআইবি জানিয়েছে যে কেন্দ্রের পক্ষ থেকে এ ধরেনর কোনও ঘোষণা করা হয়নি।

কোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হন কৃষকরা, জেলা প্রশাসকদের কড়া বার্তা মমতারকোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হন কৃষকরা, জেলা প্রশাসকদের কড়া বার্তা মমতার

Fact Check

দাবি

Government is giving free smartphones to students

সিদ্ধান্ত

Government is not giving out free smartphones to students

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
free smartphones for students the center rejected the claim of fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X