For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিটলারের চরিত্রে ভ্লাদিমির পুতিন!‌ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাইম কভারের ছবির সত্যতা কী?‌

হিটলারের চরিত্রে ভ্লাদিমির পুতিন!‌ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাইম কভারের ছবির সত্যতা কী?‌

Google Oneindia Bengali News

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে সব দেশের অনুরোধকে অগ্রাহ্য করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান করার সিদ্ধান্ত নিয়েছেন তাতে অনেকেই তাঁকে জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করছেন। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বহু মিম, পোস্ট নজরে আসছে সকলের। অন্যদিকে টাইম ম্যাগাজিনের কভারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের মতো দেখানোর যে দুটি ছবি ভাইরাল হয়েছে, তা আসলে ভুয়ো এবং ছবিটি অন্যভাবে বদল করা হয়েছে।

ভুয়ো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভুয়ো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এই ছবিদুটি গ্রাফিক ডিজাইনাররা তাঁদের শৈল্পিক কাজ হিসাবে তৈরি করেছিলেন। আসলে আইকোনিক টাইম ম্যাগাজিনের কভার ফটোশপে কাজ করা উৎসাহীদের ও গ্রাফিক জিজাইনারদের কাছে খুবই প্রিয় বলা চলে। এ ধরনের বহু ভুয়ো টাইম কভারের আসল সত্য প্রকাশ্যে এনেছে এই সর্বভারতীয় সংবাদমাধ্যম। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে আচমকা আগ্রাসনের সিদ্ধান্ত নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় এই দুই ছবি শেয়ার করা হয়।

পুতিনের সঙ্গে হিটলারের ছবি একত্রিত

পুতিনের সঙ্গে হিটলারের ছবি একত্রিত

এই দুই তৈরি করা ছবির তারিখ হল ২৮ ফেব্রুয়ারি ও ৭ মার্চ। ভুয়ো কভার ফিচারের মধ্যে একটি ছবিতে পুতিনের মুখের চুলের সঙ্গে মিল দেখানো হয়েছে হিটলারের জনপ্রিয় '‌টুথব্রাশ'‌ গোঁফের সঙ্গে। দ্বিতীয় ভুয়ো ছবিতে হিটলারের চাহনি ও স্বস্তিকের প্রতীককে একত্রিত করা হয়েছে পুতিনের ছবির সঙ্গে। উভয় কভারের হেডলাইনে লেখা রয়েছে, '‌ইতিহাস ফিরে এসেছে, পুতিন কীভাবে ইউরোপের স্বপ্নকে ভেঙে দিয়েছিলেন।'‌ গোটা বিশ্বের নেটিজেনরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন। তুরস্কের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, '‌শুধু কথা বলা যথেষ্ট নয়।'‌

প্রকৃত সত্য আসলে কী

প্রকৃত সত্য আসলে কী

সর্বভারতীয় সংবাদমাধ্যম এই দুই ভাইরাল ছবির সত্যতা সামনে এনেছেন। ১৪ মার্চ ২০২২ সালে টাইম ম্যাগাজিনের কভার ছবিকে এভাবে বিকৃত করে দেখানো হয়েছে।টাইম কভারের প্রকৃত ছবি ২৫ ফেব্রুয়ারি টাইম-এর যাচাই করা হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। যেখানে হেডলাইন এক হলেই কভারের ছবি অন্য। সেখানে রুশ বাহিনীর ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে দেখানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি আরও একটি কভাব ছবি টাইমসের পক্ষ থেকে সামনে এসেছে। টাইমের আর্চিভে ভাইরাল ছবিদু'‌টি আর নেই বলে জানা গিয়েছে।

গ্রাফিক ডিজাইনার টুইট করেন ভুয়ো ছবি

গ্রাফিক ডিজাইনার টুইট করেন ভুয়ো ছবি

ওই ভাইরাল ছবি আসলে টুইট করেছিলেন গ্রাফিক ডিজাইনার প্যাট্রিক মুলডার। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম মুলডারের টুইটগুলি থেকে এই মাসের টাইম ম্যাগাজিনের কভারের '‌পুনরায় কাজ'‌ হিসাবে চিত্রগুলিকে বর্ণনা করেছে ৷ দুটি চিত্র মুলডারের তৈরি তিনটি শিল্পকর্মের একটি সিক্যুয়েন্স থেকে বেরিয়ে এসেছে। এই দুই পুনরায় তৈরি করা কভারে মুলডারের নাম ছবির নীচে ডানদিকে ওয়াটারমার্ক করে লেখা রয়েছে। ওই গ্রাফিক ডিজাইনার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে ভুয়ো কভার কীভাবে তিনি তৈরি করেছেন।

Fact Check

দাবি

Vladimir Putin is portrayed as Hitler on the cover of Time magazine

সিদ্ধান্ত

Vladimir Putin is portrayed as Hitler on the cover of Time magazine, this is a fake news

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Vladimir Putin is portrayed as Hitler on the cover of Time magazine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X