For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দিচ্ছে ভারত সরকার!‌ পিআইবি জানালো আসল সত্য

ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দিচ্ছে ভারত সরকার

Google Oneindia Bengali News

সরকার নাকি ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দিচ্ছে ভারতের সাধারণ নাগরিকদের জন্য। হোয়াটসঅ্যাপ চ্যাটে সেরকমই একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। তবে অন্যান্য মেসেজের মতো এই মেসেজটিও সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি।

পিআইবির পক্ষ থেকে বিবৃতি জারি

পিআইবির পক্ষ থেকে বিবৃতি জারি

কাজের এই প্রস্তাবকে যারা সত্যি বলে মেনে নিয়েছে পিআইবির ফ্যাক্ট চেকের পক্ষ থেকে তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সরকারি সত্যতা যাচাই সংগঠন এক বিহৃতি জারি করে বলেছে সরকার এ ধরনের কোনও সুযোগ দিচ্ছে না। প্রসঙ্গত, বেশ কিছুদিন যাবৎ হোয়াটঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে। মেসেজে বলা হয়েছে যে এক সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে সরকার বাড়ি বসে কাজের সুযোগ করে দিচ্ছে।

সরকার কোনও ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দিচ্ছে না

সরকার কোনও ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দিচ্ছে না

পিআইবির পক্ষ থেকে সোমবার টুইট করে বলা হয়, '‌হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে যে ভারত সরকার একটি সংগঠনের সঙ্গে সমন্বয় সাধন করে বাড়িতে বসে কাজের সুযোগ করে দিচ্ছে। এই দাবি মিথ্যা। এই ধরনের কোনো ঘোষণা ভারত সরকার করেনি। কোনওভাবেই এ ধরনের ভুয়ো লিঙ্কের সঙ্গে নিজেদের জড়াবেন না।'‌

 ওয়ার্ক ফ্রম হোম মোড

ওয়ার্ক ফ্রম হোম মোড

উল্লেখযোগ্যভাবে, মহামারির সময় অনেক চাকরি ওয়ার্ক ফ্রম হোম মোডে চলে গিয়েছে। এক বছরের বেশি সময় ধরে একাধিক অফিস অধিকাংশই ওয়ার্ক ফ্রম হোম থেকে চলছে। এই পরিস্থিতিতে এ ধরনের বহু ভুয়ো মেসেজ সহ ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

সরকারি ঘোষণা করা হয় সরকারের ওয়েবসাইটে

সরকারি ঘোষণা করা হয় সরকারের ওয়েবসাইটে

যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের এ ধরনের চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সতর্ক হতে হবে। এটা সর্বদা মাথায় রাখতে হবে যে সমস্ত সরকারি বা সরকার-সংক্রান্ত ঘোষণা সরকারের ওয়েবসাইট, মন্ত্রক ও বিভাগীয় ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে। মেসেজের মাধ্যমে সরকার কোনও ঘোষণা করে থাকে না। চাকরি-সংক্রান্ত ঘোষণা সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা সংস্থার যাচাই করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়। এর আগে বহুবার এ ধরনের ভুয়ো মেসেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তার একটিও সঠিক নয়। শুধু তাই নয়, করোনা ভাইরাস, ভ্যাকসিন নিযেও বহু ভুলভাল মেসেজে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। সরকারের পক্ষ থেকে সবসময়ই বলা হয়ে থাকে যে কোনও মেসেজের ওপর বিশ্বাস করার আগে তা যাচাই করে নিন, নয়ত ভু্য়ো ফাঁদে পা দিতে পারে সাধারণ নাগরিক

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Fact Check

দাবি

govt of india offering work from home

সিদ্ধান্ত

govt of india offering work from home, this is fake

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
govt of india offering work from home pib told the real truth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X