For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সতর্ক থাকুন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্টর উপসর্গের ভুয়ো তথ্য

সতর্ক থাকুন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্টর উপসর্গের ভুয়ো তথ্য

Google Oneindia Bengali News

ফের গোটা বিশ্বে ভয় ধরাচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে সেটি। চিনে মারাত্মক আকার নিয়েছে ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ। ভারতেও চার জনের শরীরে ধরা পড়েছে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো খবর। বিশেষ করে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ নিয়ে ছড়িয়ে পড়েছে খবর।

সতর্ক থাকুন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্টর উপসর্গের ভুয়ো তথ্য

ওমিক্রন নিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর। সোশ্যাল মিজিয়ায় একটি মেসেজ ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হয়েছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট আর আগের মত উপসর্গ হচ্ছে। যাঁরা আক্রান্ত হচ্ছেন ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টে তাঁদের আর আগের মত সর্দি-কাশি-জ্বর হচ্ছে না। মাথা ব্যাথা-গায়েব্যাথাও খুব কম হচ্ছে। গলায় ব্যাথা, পিঠে ব্যাথা সেগুিলও খুব কম হচ্ছে। এটা একেবারেই ভুয়ো খবর বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই নিয়ে সতর্ক করা করা হয়েছে।

নতুন করো করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বিশ্বের একাধিক দেশে। চিনে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে। আমেরিকা এবং জাপানেও ছড়াতে শুরু করে দিয়েছে সেই ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস। সেই আতঙ্কে ভারতেও জারি করা হয়েছে সতর্কতা। ইতিমধ্যেই সব রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। দিল্লি এবং মুম্বইয়ে আন্তর্জাতিক উড়ানের উপর নজরদারি শুরু হয়েছে। আইএমএ-র তরফ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে যেন বাইরে বেরোলে মাস্ক পরে বেরোন সকলে। ভিড় এবং জমায়েত এই সময় এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিকে গোটা দেেশই এখন শুরু হয়ে গিয়েছে বড় দিনের উৎসব। একাধিক জায়গায় হচ্ছে উৎসব, মেলা। মানুষ জন সেই সব মেলায় ভিড় করছেন। তাই আগে থেকেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্য মাস্ক পরার উপর জোর দিতে শুরু করেছেন। বৃহস্পতিবার সংসদেও সকলকে মাস্ক পরে অধিবেশনে সামিলব হতে দেখা গিয়েছে। গবেষকরা জানিয়েছেন জানুয়ারির শেষে মারাত্মক আকার নিতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। চিনে ১০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

Omicron BF.7 Symptoms: চিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে চিন্তা ভারতেও! একনজরে ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের লক্ষণOmicron BF.7 Symptoms: চিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে চিন্তা ভারতেও! একনজরে ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের লক্ষণ

Fact Check

দাবি

Fake message circulated in Social media on Omicron Corona varient symptoms

সিদ্ধান্ত

Omicron sub varient which spread in china doesn't have any such symptoms as like fake news circulated

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Fake message circulated in Social media on Omicron Corona varient symptoms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X