For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর জলমগ্ন রাস্তায় ভেসে বেড়াচ্ছে কুমীর! প্রকৃত সত্য কি জানুন এখানে

  • |
Google Oneindia Bengali News

একটানা বৃষ্টির কারণে জলমগ্ন বেঙ্গালুরু শহর। নাজেহাল হয়ে পড়ছে শহরবাসী। বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে সকলের। এখানকার অনেক জায়গাতেই এখন জল থইথই করছে। আর তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে দোটানা শুরু হচ্ছে। যে ভিডিওটি শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে শহরের জলমগ্ন রাস্তায় একটি কুমীর প্রবেশ করেছে। কিন্তু কোথায় ঘটল এমন ঘটল?

ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ভিডিও শেয়ার হতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়। অনেকে বাড়ির ছাদে দাঁড়িয়ে সেটিকে দেখছেন। যা দেখে অনেক নেট নাগরিকরা অবাক হয়েছেন। আবার অনেকের মধ্যে নানান প্রশ্নও জেগেছে। ভিডিওটি দেখা অনেকে মজাও পেয়েছেন। চায়ের কাপ হাতে বাড়ির ছাদ থেকে কুমীর যাওয়া দেখে অনেকেই মজা নিচ্ছেন, সেটিও এই ভিডিওতে ফুটে উঠেছে। অনেকে এই ভিডিও দেখে বেঙ্গালুরুর বলছেন, আবার অনেকে মধ্যপ্রদেশের বলে দাবি করছেন। আসল সত্যিটা জেনে নিন, কোথাকার ঘটনা এটি।

কীভাবে জানা গেল আসল সত্যি

এই ভিডিওটি সত্যি। তবে, এই ঘটনাটি বেঙ্গালুরুর ঘটনা নয়, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরিতে। এটি ওয়ানইন্ডিয়া গুগলে সার্চ করে জানতে পেরেছে। ভিডিও দেখার অনেক নেট ব্যবহারকারীর মধ্যে নানান প্রশ্ন জেগেছে। কেউ বলছেন এই ঘটনাটি বেঙ্গালুরুর , আবার অনেকে বলছেন এটি মধ্য প্রদেশের ঘটনা। যা নিয়ে বেশ তরজা চলছিল বলা চলে। আসল সত্য কেউই বলতে পারছিলেন না। এটি আসল কোথাকার ঘটনা। তারপর গুগলে সার্চ করে ওয়ানইন্ডিয়ার পক্ষ থেকে এটি জানা গিয়েছে।

 কে শেয়ার করেছেন ভিডিওটি

কে শেয়ার করেছেন ভিডিওটি

ভিডিওটি শেয়ার করেছেন পঙ্কজ অরোরা নামে একজন ব্যবহারকারী এটি শেয়ার করেছেন। গত মাসে মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সময় এই ভিডিওটি তোলা হয়েছিল। ভিডিওটি শেয়ার হয়েছে চলতি বছরের ১৪ অগাস্ট। ভিডিও পোস্ট করে ক্যপশনও লিখেছেন তিনি। তিনি লিখেছিলেন,' শিবপুরির এম পিতে কুমির'। ভিডিওটিতে লাইক, কমেন্টটে ভরে গেছে। শেয়ারও করেছেন অনেকেই।

ছবি সৌ:টুইটার

Fact Check

দাবি

crocodile enters in the street of Bengaluru in waterlogged situation

সিদ্ধান্ত

crocodile enters in the street of MP in waterlogged situation not Bengaluru

রেটিং

Half True
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
a crocodile is floating in the flooded streets of bangalore is it true do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X