For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরের শুরুতেই কি ফিরছে হাজার টাকার নোট, কী বলছে সরকার

নতুন বছরের শুরুতেই কি ফিরছে হাজার টাকার নোট, কী বলছে সরকার

  • |
Google Oneindia Bengali News

২০১৬-র নোট বাতিলের (demonetosation) পরেই এসেছিল দু-হাজার টাকার নোট। তবে ২০১৮-১৯ সাল থেকে সরকার (Modi Govt) নতুন করে দু-হাজার টাকার নোট ছাপানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিযায় (Social media) ভাইরাল হওয়া ভিডিওয় (Viral Video) দাবি করা হয়েছে ২০২৩-এর ১ জানুয়ারি (1 January, 2023) থেকে ফের হাজার টাকার নোট ফিরছে। সরকারি তরফে এব্যাপারে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়, ২০২৩-এর ১ জানুয়ারি থেকে একদিকে যেমন হাজার টাকার নোট ফিরে আসবে, অন্যদিকে দুহাজার টাকার নোটও ফিরবে ব্যাঙ্কে।

পিআইবির টুইট

পিআইবির তরফে টুইট করে বলা হয়েছে, ২ হাজার টাকার নোট ফিরিয়ে আনা কিংবা হাজার টাকার নোট পুনরায় চালু করার কোনও পরিকল্পনা সরকারের নেই। প্রসঙ্গত হাজার টাকার নোট ২০১৬-র নোট-বাতিলের সময় থেকে বাতিল করে দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় সরকারের অফিসাল ফ্যাক্ট চেকার, পিআইবির ফ্যাক্ট চেকের (Fact check) মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সরকার কি ২০০০ টাকার নোট ছাপাচ্ছে

সরকার কি ২০০০ টাকার নোট ছাপাচ্ছে

সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, ২০১৮-১৯ সাল থেকে ২০০০ টাকা মূল্যের নোট ছাপানোর ব্যাপারে নতুন কোনও নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়নি ছাপা খানায়।

ভারতে জালনোট

ভারতে জালনোট

কালো টাকা ও জালনোট ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১৬-র নভেম্বরে। যদিও পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, কালো টাকা ও জালনোট ঠেকাতে কার্যকরী হয়নি নোট বাতিল। সম্প্রতি জালনোট সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রকের তরফে রাজ্যসভায় বলা হয়েছে, ২০২১-২২ সালে ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে ২,৩০, ৯৭১ জালনোট শনাক্ত করা হয়েছে।
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ১৩ ডিসেম্বর সংসদে বলেছেন, ২০০৫-এর সব ধরনের নোটে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নোট বের করেছিল। ২০১৫-তে এর নতুন প্যাটার্ন করা হয়। আগে যা সুরক্ষা-মূলক বৈশিষ্ঠ্য ছিল, মহাত্মা গান্ধীর সিরিজের নতুন নোটেও সুরক্ষ-মূলক বৈশিষ্ট্য রাখা হয়েছে। সাধারণ মানুষ খুব সহজেই সেই সুরক্ষা-মূলক বৈশিষ্ট্যের মাধ্যমে আসল ও জালনোটের মধ্যে পার্থক্য করতে পারবেন বলেও দাবি করেছিলেন মন্ত্রী।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সংসদে আরও বলেছেন, ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে শনাক্ত হওয়া জালনোটগুলির মধ্যে ৯০ শতাংশের বেশি নিম্নমানের ছিল। সেইসব নোটে বড় কোনও সুরক্ষা-বৈশিষ্ট্য ছিল না।

Fact Check

দাবি

Viral video circulated on social media is claiming that Rs 1000 notes are coming back from January 1, 2023

সিদ্ধান্ত

PIB says, this claim is not true.

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Is Rs 1000 note coming back at the beginning of 2023, what is the government saying
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X