For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে বহু ট্রেন-বিমান বাতিল, প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান! কিন্তু আসল খবরটা ঠিক কী

চিনে বহু ট্রেন-বিমান বাতিল, প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান! কিন্তু আসল খবরটা ঠিক কী

  • |
Google Oneindia Bengali News

শনিবার সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে সামনে আসে বেশ কিছু ছবি। যেথানে বলা হয়, চিনে বহু বিমান বাতিল করা হয়েছে। ট্রেনও বাতিল করা হয়েছে। চিনের প্রেসিডেন্ট জিনপিংকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভ্যুত্থানের কথাও দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারি দিকে। পরে জানা যায় পুরোটাই ছিল গুজব।

চিনে বহু ট্রেন-বিমান বাতিল, প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান! কিন্তু আসল খবরটা ঠিক কী

একটি ভিডিওয় বলা হয়, সামরিক অভ্যুত্থানের জন্য বেজিংমুখী সেনা কনভয়। যদিও সেই ছবিটি কোনও প্রমাণিত ছবি ছিল না। বিমান বন্ধ প্রসঙ্গে বলা হয়েছে ২১ সেপ্টেম্বর ৬০ শতাংশের বেশি বিমান বাতিল করা হয়েছে। সেখানে নির্দিষ্ট কোনও কারণ ছিল না। বেজিং-সহ চিনের আকাশ সীমায় ফ্লাইটের সংখ্যায় কোনও অস্বাভাবিক হ্রাস লক্ষ্য করা যায়নি বলেও জানানো হয়। পাশাপাশি ২২,২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে বিভিন্ন সময়ে আলাদা করা ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছেএই দিনগুলিতে বিমানের ট্রাফিক একইরকমের।

পাশাপাশি সংবাদ মাধ্যমের তরফে চিনের বিমানগুলির উড়ে যাওয়া ও অবতরণের সময়ের ভিত্তিতে ২০১৯ থেকে ২০২২-এর মধ্যে করা তুলনাও দেখানো হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, যে সময়ে চিনে কোভিড বেড়েছে সেই সময় ফ্লাইটের সংখ্যা হ্রাস পেয়েছে। তাই বিমান বাতিলের অর্থ এই নয় যে তা চিনের সামরিক বাহিনীর কাজের কারণে হয়েছে।

পাশাপাশি এই মাসের চিনের সিভিল এভিয়েশনের অপারেশনের তরফে বলা টহয়েছে ২০২২ সালের জানয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২০২১ সালের তুলনায় ফ্লাইটের সংখ্যা ৪৬.৪% কমেছে।

  • গুজবে ভ্রান্তি নিয়েও ফ্যাক্ট চেকিং-এ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, ভুল সময়ে ফ্লাইট ট্র্যাকিং ডেটা দেখা হয়েছে। আবার চিনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব ঘনবসতিপূর্ণ হলেও মধ্য ও পশ্চিমে ততটা বেশি হয়। তাই এর আকাশসীমা দেখে পুরো বোঝা সম্ভব নয়। আবার এয়ার স্পেশের যেসব স্ন্যাপ শটগুলি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, সেগুলি নেওয়া হয়েছে বিকেলের দিকে। যে সময় সীমিত সংখ্যা বিমান ওঠা-নামা করেছে।
  • এছাড়াও চিনই বিশ্বের একমাত্র দেশ, যেখানে ওখনও কোভিড নিয়ে বিধি নিষেধ রয়েছে। জিরো টলারেন্স নীতির কারণে চিন বিদেশিতে সম্পূর্ণ রূপে স্বাগত জানায় না।
  • চিন ১ অক্টোবর তাদের জাতীয় দিবস পালন করে সেই কারণেও সামরিক কুচরাওয়াজের জন্য সামরিক বাহনগুলিকে বেজিং-এর দিকে যেতে দেখা গিয়েছে বলে বলা হয়েছে।
  • খবরটি ভুয়ো থাকার করাণে, চিনে যেসব সব বিদেশি সাংবাদিক রয়েছেন, তারাও শঙ্কিত হননি।
  • এপ আগেও জিনপিংকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে। জিনপিং-এর একটি ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছিল তাঁকে গ্রেফতার করে গৃহবন্দি করা হয়েছে। কিন্তু চিনের প্রেসিডেন্ট সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন কিংবা কোয়ারেন্টাইনে ছিলেন। ২০২১-০এর শেষের দিকে বেশ কিছু সময় তাঁকে দেখা যায়নি। সেই সময়ও গুজব ছড়িয়েছিল।

Fact Check

দাবি

Many trains and planes canceled in China, military operation to oust the president

সিদ্ধান্ত

Army vehicle is going to Beiing for theit National Day om 1 October. And more tha 46% flight cancelled due to covid situation.

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X