For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে পূর্ণ লকডাউনের ঘোষণা প্রধানমন্ত্রীর?‌ কি বলছে কেন্দ্র জানুন

কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে পূর্ণ লকডাউনের ঘোষণা প্রধানমন্ত্রীর?‌ কি বলছে কেন্দ্র জানুন

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তৃতীয় ওয়েভের জেরে দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে কড়া বিধি–নিষেধ। কোনও কোনও রাজ্যে রেস্তোরাঁ–পনাশালা বন্ধ আবার কোনও কোনও রাজ্যে জারি নৈশ কার্ফু বা সপ্তাহান্তের লকডাউন। এরকম পরিস্থিতিতে গুজব রটেছে যে ২০২০ সালের মার্চ মাসের মতো দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে পূর্ণ লকডাউনের ঘোষণা প্রধানমন্ত্রীর?‌ কি বলছে কেন্দ্র জানুন


সোশ্যাল মিডিয়ায় এ ধরনের গুজব সংক্রান্ত মেসেজ ঘুরে বেড়াচ্ছে। যেখানে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন। এও দাবি করা হয়েছে যে এই লকডাউন ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

এখানে বলে রাখা ভালো যে এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং এ ধরনের কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টি যাচাইয়ের পর স্পষ্ট করে বলা হয়েছে যে লকডাউন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মেসেজ একেবারে ভুয়ো। সরকার জানিয়েছে যে শুধুমাত্র তথ্যের খাঁটি সূত্রের ওপর বিশ্বাস করুন এবং এ ধরনের ছবি ও মেসেজ শেয়ার করবেন না। সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা না হলেও একাধিক রাজ্য কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেক রাজ্যেই নৈশ ও সপ্তাহান্তের কার্ফু জারি করা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র সরকা রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কোভিড–১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বুধবারের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এক ধাক্কায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৪৭,৪১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৪৮,৮২৫ জন। পজিটিভ রেট বেড়ে হয়েছে ১৩.১১ শতাংশ। দেশের মধ্যে করোনা সংক্রমণে এগিয়ে মহারাষ্ট্র তারপরই দিল্লি। অন্যদিকে পশ্চিমবঙ্গের সাগরে শুরু হয়েছে গঙ্গাআগর মেলা। কোভিড সংক্রমণ রুখতে আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। করোনার ২টি ডোজ ছাড়া গঙ্গাসাগর মেলায় প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে। কিন্তি তারপরেও গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডারে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

Fact Check

দাবি

M has announced lockdown till Jan 25

সিদ্ধান্ত

The govt has clarified that this news is fake

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X