For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ মোর্চা কাউন্সিলরের মৃত্যু এসএসকেএম-এ, সরকার খুন করেছে অভিযোগ দিলীপ ঘোষের

অসুস্থ অবস্থায় এসএসকেএম-এ জেল হেফাজতে মৃত্যু হল কালিম্পং পুরসভার মোর্চা কাউন্সিলর বরুণ ভূজেলের। সরকার বরুণকে খুন করেছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

অসুস্থ অবস্থায় এসএসকেএম-এ জেল হেফাজতে মৃত্যু হল কালিম্পং পুরসভার মোর্চা কাউন্সিলর বরুণ ভূজেলের। সরকার বরুণকে খুন করেছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

অসুস্থ মোর্চা কাউন্সিলরের মৃত্যু এসএসকেএম-এ, সরকার খুন করেছে অভিযোগ দিলীপ ঘোষের

জুন মাসে গ্রেফতার করা হয়েছিল কালিম্পং পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোর্চা কাউন্সিলর বরুণ ভূজেলকে। এরপর থেকে শিলিগুড়ি জেলেই ছিলেন বরুণ। লিভার এবং প্যাংক্রিয়াসের রোগে ভুগছিলেন তিনি। শিলিগুড়ি জেলে থাকাকালীন অসুস্থতা বাড়ায় দিন কয়েক আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল বরুণকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে কলকাতায় আনা হয়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার রাতেই বরুণের মৃত্যু হয়। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের অবহেলায় এই মৃত্যু বলে অভিযোগ করেছে বরুণের পরিবার এবং গুরুংপন্থী মোর্চা নেতাদের। অডিও বার্তায় মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করেছেন বিমল গুরুং। শিলিগুড়ি কিংবা কলকাতা হাসপাতালে পরিবারের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কালিম্পং-এ নিয়ে বুধবার বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকরা।

অসুস্থ মোর্চা কাউন্সিলরের মৃত্যু এসএসকেএম-এ, সরকার খুন করেছে অভিযোগ দিলীপ ঘোষের

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, চার মাস ধরে জেলে ধরে রেখে রাজ্য সরকার খুন করেছে বরুণ ভূজেলকে। বরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের অত্যাচারের অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যদিও সরকারের তরফ থেকে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে। অসুস্থতার কারণেই কালিম্পং পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ ভূজেলের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

English summary
Morcha councillor from Kalimpong died under jail custody in SSKM. He was arrested in June. He was in Siliguri Jail. He was a patient of liver and pancreas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X