For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ের সমস্ত দল এক ছাতার তলায়! মমতার ডাকা বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

পাহাড়ের সমস্ত দল এক ছাতার তলায়! মমতার ডাকা বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

  • |
Google Oneindia Bengali News

পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা খুঁজতে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকেই পরিকল্পনা তৈরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। দেন জিটিএ ভোট নিয়েও স্পষ্ট ইঙ্গিত। এই বৈঠকে পাহাড়ের সমস্ত দলকে এক ছাতার তলায় এনে পাহাড় রাজনীতিকে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে বিভেদ ভুলতে বললেন মমতা

পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে বিভেদ ভুলতে বললেন মমতা

মমতা এদিন পাহাড়ের দলগুলিকে এক জায়গায় এনে নাম না করে বিজেপিকে নিশশানা করতে ভুলছেন না। তিনি বলেন, ভোটের আগে একটা রাজনৈতিক মহল আসে, বিভাজনের রাজনীতি করে আসন জিতে নিয়ে চলে যায়। কিন্তু স্থায়ী সমস্যার সমাধান হয় না। তাই পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে বিভেদ ভুলে স্থায়ী সমস্যার সমাধানে পরিকল্পনা তৈরি করতে বলেন।

পাহাড়ের রাশ পাহাড়ের দলের উপরেই, আর পাহাড় থাকবে বাংলায়

পাহাড়ের রাশ পাহাড়ের দলের উপরেই, আর পাহাড় থাকবে বাংলায়

মমতা বলেন, পাহাড়ের রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে ঝগড়া করে চলেছে। তার ফলে অন্য কেউ ফায়দা তুলে নিয়ে যাচ্ছে। তাই তিনি পাহাড়ের রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে ঝগড়া বা ঝামেলা মিটিয়ে নিক। তাতেই পাহাড়ে ভালো হবে। পাহাড়ের রাশ পাহাড়ের দলের উপরই থাকবে। আর পাহাড় থাকবে বাংলায়। পাহাড়ের রাজনৈতিক দলগুলি পাহাড় চালাবে, আমরা করব মদত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কোনও প্রথম সারির দল ডাক পায়নি

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কোনও প্রথম সারির দল ডাক পায়নি

এদিন পাহাড় সমস্যা সমাধান নিয়ে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোনও প্রথম সারির দল ডাক পায়নি। শুধু পাহাড়ের রাজনৈতিক দলগুলিকেই ডাকা হয়েছিল বৈঠকে। প্রথম সারির দলগুলির মধ্যে ছিল শুধু তৃণমূল। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস বা সিপিএম বা বামপন্থী কোনও দল ছিল না বৈঠকে।

বিমল গুরুংয়ের মোর্চা আর অনীত থাপার মোর্চার মিলিত উপস্থিতি

বিমল গুরুংয়ের মোর্চা আর অনীত থাপার মোর্চার মিলিত উপস্থিতি

পাহাড় নিয়ে বৈঠকে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা থেকে শুরু করে অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতিনিধিরা হাজির ছিলেন। গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে ছিলেন রোশন গিরি। আর গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার পক্ষে ছিলেন স্বয়ং অনীত থাপা। তবে এদিন বিনয় তামাং ছিলেন না বৈঠকে। ছিলেন অন্য ছোটো দলগুলির প্রতিনিধিরাও।

অনীতরা আমাদের বন্ধু, ঝগড়া না করে সদ্ভাব রেখে চলতে হবে

অনীতরা আমাদের বন্ধু, ঝগড়া না করে সদ্ভাব রেখে চলতে হবে

আর এদিনের বৈঠকে দলীয় সাংসদ শান্তা ছেত্রীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, পাহাড়ের অন্য দলের সঙ্গে সদ্ভাব রেখে চলতে হবে। অনীত থাপা সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করেছেন। অনীত থাপার নাম করেই তিনি বলেন, অনীতরা আমাদের বন্ধু। তাঁর সঙ্গে ঝগড়া নয় সদ্ভাব রেখে চলতে হবে। পাহাড়ে আমরা কারও সঙ্গে ঝগড়া করব না। আমরা সকলে মিলে পাহাড়ের উন্নয়নে কাজ করব।

পাহাড়ে মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে বিভাজনে ফায়দা নিয়েছিল বিজেপি

পাহাড়ে মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে বিভাজনে ফায়দা নিয়েছিল বিজেপি

মমতা বুঝিয়েই দিলেন, পাহাড়েও তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে। পাহাড়ের সমস্ত দলকে সঙ্গে নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান। তাই তিনি ঝগড়া মিটিয়ে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। ২০২১-এর বিধানসভার অভিজ্ঞতা থেকেই মমতা মনে করেছেন, পাহাড়ে মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে বিভাজনের ফলে পাহাড়ে বেশিরভাগ আসনে জয় পেয়েছে বিজেপি। তাই তৃণমূল-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে তিনি এক ছাতার তলায় আনার প্রয়াস চালাচ্ছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Mamata Banerjee wants to give unity among the whole party of hill in Darjeeling to stop BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X