For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উত্তাপ বাড়ছে পাহাড়ে, গুরুংদের চ্যালেঞ্জ দিতে তৈরি অনীত থাপার নতুন দল

ফের উত্তাপ বাড়ছে পাহাড়ে, গুরুংদের চ্যালেঞ্জ দিতে তৈরি অনীত থাপার নতুন দল

Google Oneindia Bengali News

ফের উত্তাপ বাড়ছে পাহাড়ে। ২০২৪-র আগে তৈরি হয়ে গেল নতুন প্রতিপক্ষ। গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে নতুন দল গড়লেন অনীত থাপা। নাম দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা BGPM। গুরুং মোর্চায় ফিরা আসাতে প্রবল আপত্তি ছিল অনীত থাপার। মূলত সেই কারণেই পুরনো দল ছাড়লেন তিনি এমনই মনে করছে রাজনৈতিক দল। অনীত থাপার এই নতুন দলের সঙ্গী হয়েছেন তাঁর অনুগামীরা। ২০২৪-র ভোটে মোর্চার বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে অনীত থাপার দল।

নতুন দল গড়লেন অনীত থাপা

নতুন দল গড়লেন অনীত থাপা

জল্পনা আগে েথকেই শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন নেতা। দার্জিলিংয়ের হিলকার্ট রোডে এলাহি আয়োজনে নতন দলের সূচনা করলেন তিনি। নতুন দলের নাম রেখেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । হিলকার্ট রোডের জিমখানা ক্লাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় নতুন দলের নাম।
প্রজাতান্ত্রিক মোর্চার পতাকার রং হলুদ, ধূসর, লালচে। এখানে হলুদ রঙ পবিত্রতা, মানবতা, ধৈর্যের প্রতীক। ধূসর রং নিরপেক্ষতা। আর লালচে রং সাহস, ঔদার্য এবং সমাজ বদলের প্রতিচ্ছবি। পতাকায় রয়েছে, হিমালয় ও তিস্তার জল, চা পাতা আর পাহাড়ের ঐতিহ্যবাহী অস্ত্র খুকরির ছবি। একটুকরো দার্জিলিং তুলে ধরেছে অনীত থাপার নতুন দলের পতাকাতে।

সাজিয়ে ফেলেছেন দল

সাজিয়ে ফেলেছেন দল

নতুন দল গড়েই বেশ হিসেব নিকেশ করে সেটা সাজিয়েছেন অনীত থাপা। ৬০ জনকে নিয়ে তৈরি করা হয়েছে কেন্দ্রীয় কমিটি। কাজেই বোঝাই যাচ্ছে অনীতের অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। মূলত গুরুং বিরোধীরাই অনীতের দলে যোগ দিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। অনেকে আবার দাবি করছেন বিজেপির মদতেই অনীত থাপা মোর্চায় ভাঙন ধরাতে অনীতকে সাহায্য করছে। ইতিমধ্যেই অনীত থাপাকে শুভেচ্ছা জানিয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেছেন, পাহাড়ের গোর্খারা ১৯০৭ সাল থেকে যে স্বপ্ন দেখেছে, নতুন দল সেই স্বপ্ন যাতে বোঝে এবং স্বপ্ন পূরণ করে। তবে সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত এক হয়ে পাহাড়ের জন্য লড়াই করা।

চাপ বাড়বে গুরুংদের

চাপ বাড়বে গুরুংদের

গুরুং পাহাড়ে ফিরতেই মোর্চার অন্দরে প্রবল অসন্তোষ শুরু হয়। একুশের ভোটের আগে বিরোধ চরমে উঠেছিল মোর্চায়। সেসময় বিনয় তামাংও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিিন কিছুতেই গুরুংকে দলে ফেরাবেন না। এই নিয়ে দার্জিলিং যাকে বলে সরগরম হয়ে উঠেছিল। গুরুং পন্থীদের মিছিল পাল্টা মিছিল চলেছে দফায় দফায়। ভোট অশান্তি এড়াতে বিনয় তামাং-গুরুংয়ের সঙ্গে সমঝোতার পথে হাঁটলেও অনীত থাপা কিছুতেই গুরুংকে মেনে নিতে চাননি। তিনি প্রবল বিরোিধতা করেছিলেন। তারপরেই মোর্চা থেকে বেরিয়ে এসে দল গঠন। তবে মোর্চা এই নিয়ে ভাবতে রাজি নয়। তারা মনে করছে হরকা বাহাদুর ছেত্রীর জ্যাপের মতোই অবস্থা হবে অনীত থাপার দলের।

টার্গেট ২০২৪

টার্গেট ২০২৪

২০২৪-র ভোটে পাহাড়ে একটা ইস্যুতেই লড়বে মোর্চা জানিয়েছিলেন বিনয় তামাং। তিনি বলেছিলেন গোর্খাল্যান্ডের সমর্থনে যে রাজনৈতিক দল কথা বলবে সেই রাজনৈতিক দলকেই তারা সমর্থন করবেন। এই নিয়ে সরগরম ছিল একুশের ভোট। এদিকে আবার ভোট মিটতেই পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতারা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়েছেন। একা জন বার্লা ননউত্তর বঙ্গের অনেক রাজনৈিতক নেতাই সরব হয়েছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
New Party start by Anit Thapa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X