For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Padma Awards 2022: ক্রীড়াক্ষেত্রে পদ্মভূষণ দেবেন্দ্র ঝাঝারিয়া! পদ্মশ্রী নীরজ, অবনী-সহ ৮

Google Oneindia Bengali News

পদ্ম পুরস্কারের ঘোষণা করা হলো আজ, রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে। ক্রীড়াক্ষেত্রে পদ্ম পুরস্কারের উল্লেখযোগ্য দিক নিঃসন্দেহে প্যারালিম্পিয়ানদের পদ্ম-প্রাপ্তি। গত বছর টোকিও প্যারালিম্পিকে সর্বকালের সেরা সাফল্য ছিনিয়ে নিয়েছে ভারত। তারই প্রভাব পড়ল পদ্ম পুরস্কার প্রদানের ক্ষেত্রে।

ক্রীড়াক্ষেত্রে পদ্মভূষণ দেবেন্দ্র ঝাঝারিয়া! পদ্মশ্রী নীরজ, অবনী-সহ ৮

ক্রীড়াক্ষেত্রে একমাত্র পদ্মভূষণ দেবেন্দ্র ঝাঝরিয়া। জ্যাভলিন থ্রোয়ার রাজস্থানের দেবেন্দ্র ২০০৪ সালের এথেন্স ও ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে সোনা জেতেন, টোকিও প্যারালিম্পিকে জিতেছেন রুপো। প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০০৪ সালে অর্জুন, ২০১৭ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের পর এবার হলেন পদ্মভূষণ। টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ঐতিহাসিক সোনাজয়ী নীরজ চোপড়া। এদিনই নীরজকে পরম বশিষ্ঠ সেবা মেডেল প্রদান করা হয়েছে।

ক্রীড়াক্ষেত্রে পদ্মভূষণ দেবেন্দ্র ঝাঝারিয়া! পদ্মশ্রী নীরজ

নীরজ ছাড়াও যে ক্রীড়াবিদদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত হয়েছে তাঁরা হলেন সুমিত আন্তিল, প্রমোদ ভগত, শ্রী শঙ্করনারায়ণ মেনন চান্দেয়িল, ফয়সল আলি দার, বন্দনা কাটারিয়া, অবনী লেখরা ও ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকর। হরিয়ানার সুমিত টোকিও প্যারালিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছেন। গত বছর খেলরত্ন পুরস্কার পাওয়ার পর এবার পদ্মশ্রী সম্মান পেলেন সুমিত। রাজস্থানের অবনী লেখরা টোকিও প্যারালিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা ও ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জেতেন। তিনিও প্যারালিম্পিকের পারফরম্যান্সের জেরে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন।

ক্রীড়াক্ষেত্রে পদ্মভূষণ দেবেন্দ্র ঝাঝারিয়া! পদ্মশ্রী নীরজ

জন্ম বিহারে হলেও খেলাধুলোয় ওডিশারই প্রতিনিধিত্ব করেন প্রমোদ ভগত। টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে তিনি সোনা জেতেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁর পাঁচটি সোনা রয়েছে। ২০১৯ সালে অর্জুন পুরস্কার পাওয়ার পর গত বছর খেলরত্ন পুরস্কার পেয়েছেন তিনি। উত্তরাখণ্ডের বন্দনা কাটারিয়া প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন টোকিও অলিম্পিকে। সেই বন্দনার নাম রয়েছে পদ্মশ্রী প্রাপকদের তালিকা। কেরলের শ্রী শঙ্করনারায়ণ মেনন চান্দেয়িল, গোয়া-নিবাসী প্রাক্তন জাতীয় ফুটবলার ব্রহ্মানন্দ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মার্শাল আর্টিস্ট ও কোচ ফয়সল আলি দার পদ্মশ্রীতে ভূষিত হচ্ছেন। পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় এবার কোনও ক্রিকেটারের নাম নেই। মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদান করার কথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।

English summary
Devendra Jhajharia Awarded With Padma Bhushan. Neeraj Chopra Avani Lekhara And 6 Others Get Padma Shri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X