For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভূতপূর্ব দৃশ্য, কুচকাওয়াজে অংশ নিলেন দেশের প্রথম মহিলা রাফালে বিমান চালক

অভূতপূর্ব দৃশ্য, কুচকাওয়াজে অংশ নিলেন দেশের প্রথম মহিলা রাফালে বিমান চালক

Google Oneindia Bengali News

বুধবার প্রজাতন্ত্র ৭৩ প্রজাতন্ত্র দিবসের সঙ্গে তৈরি হল এক অনন্য নজিরও। এদিনের কুচকাওয়াজে অংশ নিলেন শিবাঙ্গী সিং। তিনি কে? রাফাল যুদ্ধবিমান চালানো দেশের প্রথম মহিলা পাইলট লেফটেন্যান্ট। সেখানেই তাঁকে দেখা গেল।

অভূতপূর্ব দৃশ্য, কুচকাওয়াজে অংশ নিলেন দেশের প্রথম মহিলা রাফালে বিমান চালক

প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন অস্ত্র প্রদর্শনের মতোই বায়ুসেনার বিবর্তন নিয়ে ট্যাবলো ছিল৷ সেখানে রাফালের মডেল রাখা ছিল। ভারতীয় বায়ুসেনার ওই ট্যাবলোতেই ছিলেন শিবাঙ্গী। তিনি দ্বিতীয় মহিলা ফাইটার জেট পাইলট যিনি ভারতীয় বিমান বাহিনী ট্যাবলোতে অংশ নিলেন। ২০২১ সালে অংশ নিয়েছিলেন ভাবনা কান্ত। তিনি হলেন প্রথম ফ্লাইট লেফটেন্যান্ট মহিলা ফাইটার যিনি জেট পাইলট হিসেবে অংশ নিয়েছিলেন বায়ুসেনার ট্যাবলোতে। বারাণসীতে শিবাঙ্গীর জন্ম। ২০১৭ সালে তিনি বিমান বাহিনীতে যোগদান করেন। তাঁকে মহিলা ফাইটার তাঁকে পাইলটদের দ্বিতীয় ব্যাচে কমিশন দেওয়া হয়েছিল। তবে সেটা ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েই তাকে দ্রুত কমিশন দেওয়া হয়েছিল। এরপর দেশের প্রথম মহিলা হিসেবে রাফাল যুদ্ধবিমান ওড়ান তিনি। সৃষ্টি করেছিলেন ইতিহাস। এখন অম্বালায় স্থিত গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে রয়েছেন শিবাঙ্গী। শুধু রাফালে নয়, মিগ-২১ বাইসন যুদ্ধবিমানও ওড়াতেন শিবাঙ্গী। এবার ৭৩ তম গণতন্ত্র দিবস। এবারে বায়ুসেনার ট্যাবলোর থিম ছিল ভবিষ্যতের পথে বায়ুসেনার বিবর্তন৷ তা দেখাতে ট্যাবলোতে বিভিন্ন সময় বায়ুসেনায় ব্যবহৃত যুদ্ধবিমান, হেলিকপ্টারের মডেল ব্যবহার করা হয় ৷ এতে ছিল ১৯৭১-এর যুদ্ধের মিগ-২১-এর মডেল। ছিল সাম্প্রতিক সংযোজন হওয়া রাফালও৷ এদিন ফ্লাই পাস্টে অংশগ্রহণ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান অ্যারোহেড।

এবারের প্রজাতন্ত্র দিবসে ২১টি ট্যাবলো ছিল। ১২ টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চল এবারের প্যারেডের অংশ নেয়। রাজপথে দেখতে পাওয়া যায়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া , কর্ণাটক, মেঘালয়, অরুনাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের ট্যাবলো। প্যারেড শুরু হয় প্রধানমন্ত্রীর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেও সব সৈনিকদের সম্মান জানানো হয়।

এরপর ২১টি গান স্যালুটের মাধ্যমে জাতীয় সঙ্গীত গেয়ে উত্তলিত হয় জাতীয় পতাকা। এরপরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডায়াসে এসে দাঁড়ান। তারপর শুরু হয় প্যারেড। এই বছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এই দিনটিকে মনে রেখে এখন থেকেই শুরু হয়ে যায় উৎসব। তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের মাধ্যমে তা শুরু হয়েছে এই উৎসব , চলবে টানা এক সপ্তাহ অর্থাৎ ৩০ জানুয়ারি পর্যন্ত। ওই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয় দেশে। ভারতীয় বায়ু সেনা ৭৫ টি হেলিকপ্টার একসঙ্গে উড়তে দেখা যায়। এমন ঘটনা এই প্রথমবার ঘটল। বিটিং রিট্রিটের জন্য ১০০০ টি ড্রোন ব্যাবস্থা করা হয়, যা পুরো অনুষ্ঠানটি দেখায়। এই প্রথম এমন আয়োজন করা হয়।

বন্দে মাতরম ডান্স কম্পিটিশনের মাধ্যমে ৪৮০ জন নৃত্যশিল্পীকে বেছে নেওয়া হয় যারা প্যারেডে নৃত্য প্রদর্শন করে। প্যারেডে 'শহীদো কো সাত সাত নমন' নামে একটি অনুষ্ঠান হয়। এটি দেখতে ১০টি বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল।

English summary
shivangi Singh the first woman pilot of rafale shivangi Singh seen republic day parade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X