For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে পালিত ৭৩তম প্রজাতন্ত্র দিবস, শুভেচ্ছা এল হোয়াইট হাউস থেকেও

দেশে পালিত ৭৩তম প্রজাতন্ত্র দিবস, শুভেচ্ছা এল হোয়াইট হাউস থেকেও

Google Oneindia Bengali News

ভারতে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে। সেই উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠাল হোয়াইট হাউসও। মার্কিন প্রেসিডেন্টের তরফে বার্তাই দেওয়া হয়েছে যে, ভারত ও আমেরিকার সম্পর্কের মূলে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের আদর্শ । হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পেনস্কি সাংবাদিক সম্মেলনে বলেন, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে আমরাও সামিল হচ্ছি। এই দিনটি ভারতের সংবিধান তৈরি ও গ্রহণকেই চিহ্নিত করে।'

দেশে পালিত ৭৩তম প্রজাতন্ত্র দিবস, শুভেচ্ছা এল হোয়াইট হাউস থেকেও

তিনি এও বলেছেন, 'গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে আমরা দুজনেই বদ্ধপরিকর। সেটাই আমাদের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যায়'। মার্কিন যুক্তরাষ্ট্র রাজ্য দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো টুইট করে জানিয়েছে যে , '৭৩ তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। কোটি কোটি ভারতবাসী যেমন তাদের সংবিধানকে সম্মান জানাচ্ছে তেমন আমরাও আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানাই। সেটাই ভারত - মার্কিন সম্পর্ককে আরও মজবুত করেছে।

মার্কিন কংগ্রেসের পক্ষে এরিক সলওয়েল ভারতকে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, 'ভারত এবং আমেরিকার গণতন্ত্র পৃথিবীর মধ্যে সবথেকে বড় এবং পুরনো। গণতন্ত্রের প্রতি বিশ্বাস আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। আইনি ব্যবস্থা, মনুষ্যত্ব, দাননীতি এবং মানবাধিকার রক্ষা করা আমাদের দুই দেশেরই কাজ। পাশাপাশি সারা বিশ্বে মানবাধিকার রক্ষা যাতে হয় সেদিকেও আমাদের দুই দেশই লক্ষ্য রাখে। সেটাই আমাদের সম্পর্ককে এতটা বিশেষ করে তুলেছে'। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসেও পালিত হবে দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। তবে এই অনুষ্ঠান পালিত হবে ভার্চুয়ালি। ভারতীয় দূত তরণজিৎ সিং ভারতীয় জাতীয় পতাকা উত্তলন করবেন দূতাবাসের কিছু বিশেষ কর্মীকে নিয়ে।

এই বছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এই দিনটিকে মনে রেখে ২৬ জানুয়ারির আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের মাধ্যমে তা শুরু হয়েছে এই উৎসব , চলবে টানা এক সপ্তাহ অর্থাৎ ৩০ জানুয়ারি পর্যন্ত। ওই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয় দেশে। আজ ২৬ জানুয়ারি ভারতীয় বায়ু সেনা ৭৫ টি হেলিকপ্টার একসঙ্গে উড়তে দেখা যাবে। এমন ঘটনা এই প্রথমবার ঘটতে চলেছে। বিটিং রিট্রিটের জন্য ১০০০ টি ড্রোন ব্যাবস্থা করা হয়েছে, যা পুরো অনুষ্ঠানটি দেখাবে। এই প্রথম এমন আয়োজন করা হয়েছে। বন্দে মাতরম ডান্স কম্পিটিশনের মাধ্যমে ৪৮০ জন নৃত্যশিল্পীকে বেছে নেওয়া হয়েছে যারা প্যারেডে নৃত্য প্রদর্শন করবে।

প্যারেডে 'শহীদো কো সাত সাত নমন' নামে একটি অনুষ্ঠান হবে। এটি দেখতে ১০টি বড় এলইডি স্ক্রিন লাগানো হবে।।প্যারেডে সবার প্রথমে থাকবে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বিজয় কুমার মিশ্র। মার্চ করবে ৬টি আর্মি বিভাগ। থাকবে আসাম রেজিমেন্ট, জম্মু ও কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, আর্মি অর্ডিন্যান্স কর্পস এবং প্যারাসুট রেজিমেন্ট।ব্যান্ডে থাকবেন মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার, মারাঠা রেজিমেন্টাল সেন্টার, জম্মু ও কাশ্মীর লাইট রেজিমেন্টাল সেন্টার, আর্মি মেডিক্যাল কর্প সেন্টার এন্ড স্কুল। ১৪ টি গোর্খা ট্রেনিং সেন্টার, আর্মি সাপ্লাই কর্প সেন্টার এন্ড কলেজ, বিহার রেজিমেন্টাল সেন্টার এবং আর্মি অর্ডিন্যান্স কর্পস সেন্টার। নৌবাহিনীতে থাকবেন ৯৬ জন নৌসেনা ও চার কন অফিসার এরপরে থাকবে নৌবাহিনীর বিশ্যাল ট্যাবলো। পাশাপাশি থাকবে আরও এমন বহু অনুষ্ঠান ও ট্যাবলো।

English summary
congratulations came from white house for India in republic day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X