For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কাশ্মীরে অপারেশন থেকে জঙ্গি দমন, বীরত্বের জন্য ৬ সেনা জওয়ান পেলেন শৌর্য চক্র

Google Oneindia Bengali News

গত বছর টোকিও অলিম্পিকে ভারতকে গর্বিত করেছিলেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস রচনা করেছিলেন তিনি। এবার সেই নীরজ চোপড়াকে দেশের প্রজাতন্ত্র দিবসের দিন আরও একটি সম্মানে ভূষিত করা হয়। ২৬ জানুয়ারি ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী সুবেদার নীরজ চোপড়াকে সম্মানিত করা হল পরম বিশিষ্ট সেবা পদক (‌পিভিএসএম)‌ দিয়ে।

৩৮৪ জন পেলেন সামরিক পুরস্কার

৩৮৪ জন পেলেন সামরিক পুরস্কার

নিয়ম অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে দেশের ৩৮৪ জন সেনা ব্য়ক্তিত্বর হাতে বিভিন্ন বিভাগের সামরিক পুরস্কার তুলে দেওয়া হবে। নীরজ চোপড়ার পাশাপাশি ছ'‌জন সেনা কর্মী, যাঁদের মধ্যে পাঁচজন মরণোত্তর, তাঁদের বেছে নেওয়া হয়েছে শৌর্য চক্রের জন্য। যা ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক বীরত্বের সম্মান। এই সম্মান দেবেন দেশের রাষ্ট্রপতি ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কম্যান্ডার রামনাথ কোবিন্দ।

সোনার ছেলেকে সম্মান জানাবে দেশ

সোনার ছেলেকে সম্মান জানাবে দেশ

প্রসঙ্গত, সোনা জিতে দেশে ফেরার পর থেকেই নীরজ শুভেচ্ছা, সম্বর্ধনা ও সম্মান প্রদানের বন্যায় ভেসে চলেছেন। দেশকে গর্বিত করার জন্য গত বছরের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লায় সোনার ছেলেকে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল। নীরজের নামে দিন ঘোষণার পাশাপাশি সোনা জয়ীর নামে নামকরণ করা হয়ে সেনা স্টেডিয়ামের। নীরজ চোপড়ার সমর্থকদের খুশি করতে সোনা জয়ীর মার্চেন্ডাইজ এনেছে এএফআই। নীরজ চোপড়াকে সম্মান জানিয়ে তার নামে '‌সোনার'‌ পোস্ট বক্স বসিয়েছে ভারতীয় ডাক বিভাগ। এবার তাঁর মুকুটে আরও একটি সম্মানের পালক যুক্ত হল। রাজপুতানা রাইফেলের চতুর্থ ব্যাটেলিয়ানে নীরজ নায়েব সুবেদার হিসাবে সরাসরি যোগ দেন ২০১৬ সালের ১৫ মে।

সামরিক পুরস্কারের তালিকা

সামরিক পুরস্কারের তালিকা

প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, '‌৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সশস্ত্র সেনা, অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর কর্মী সহ ৩৮৪ জনকে বীরত্ব পুরস্কার দেওয়ার ওপর অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি।'‌ এর মধ্যে রয়েছে ১২টি শৌর্য চক্র, ২৯টি পিভিএসএম, চারটে উত্তম যুদ্ধ সেবা পদক, ৫৩টি অতি বিশিষ্ট সেবা মেডেল, ১৩টি যুদ্ধ সেবা মেডেল, ১২৫টি বিশিষ্ট সেবা মেডেল, ৮৪টি সেনা মেডেল (‌বীরত্ব)‌, দু'‌টি বায়ু সেনা মেডেল (‌বীরত্ব)‌, ৪০টি সেনা মেডেল (‌কর্তব্যের প্রতি নিষ্ঠা)‌, ৮টি নৌ সেনা পদক (‌কর্তব্যের প্রতি নিষ্ঠা)‌ ও ১৪টি বায়ু সেনা পদক (কর্তব্যের প্রতি নিষ্ঠা)‌। ‌

পরম বিশিষ্ট সেবা পদক কি

পরম বিশিষ্ট সেবা পদক কি

পরম বিশিষ্ট সেবা পদক ভারতের একটি সামরিক পুরস্কার। যা শান্তির ও সেবার ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রমী কাজের জন্য দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এই পদক পেয়ে থাকেন লেফটেন্যান্ট জেনারেল এবং সমতুল্য ও খুব কম নিম্ন পদমর্যাদার অফিসার, এমনকী জুনিয়র কমিশনড অফিসারদের থেকেও কম পদে রয়েছেন এরকম পদমর্যাদার মানুষদের।

মরণোত্তর শৌর্য চক্র যাঁরা পেলেন

মরণোত্তর শৌর্য চক্র যাঁরা পেলেন

পাঁচটি মরণোত্তর শৌর্য চক্র পেলেন ১৭ মাদ্রাস রেজিমেন্ট থেকে নায়েব সুবেদার এম.‌ শ্রীজিত এবং সেপাই মারুপরোলু যশয়ন্ত কুমার রেড্ডি, রাজপুত রেজিমেন্টের হাবিলদার অনিল কুমার তোমার, কর্পস অফ ইঞ্জিনিয়ার ও ৪৪ রাষ্ট্রীয় রাইফেল (‌আরআর)‌ থেকে হাবিলদার কাশিরে বাম্মানাল্লি ও জাট রেজিমেন্ট এবং ৩৪ আরআরের হাবিলদার পিঙ্কু কুমার। ষষ্ঠতম শৌর্য চক্র পেলেন ৫ অসম রাইফেলের রাইফেলম্যান রাকেশ শর্মা। পাল্টা-আক্রমণ অপারেশনের কারণে এই ছ'‌জন সেনা কর্মীকে শৌর্য চক্রে পুরস্কৃত করা হল। যার মধ্যে পাঁচজন কর্মীকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয় জম্মু ও কাশ্মীরে এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অপারেশনের জন্য।

 রাইফেলম্যান রাকেশ শর্মা কে

রাইফেলম্যান রাকেশ শর্মা কে

এখানে উল্লেখ্য, ষষ্ঠ শৌর্য চক্রে সম্মানিত ৫ অসম রাইফেলসের রাইফেলম্যান রাকেশ শর্মা ২০২১ সালের ২৩ মে অসমে দুই বিচ্ছিন্নতাবাদীকে খতম করেছিলেন। একজনকে খতমের পর 'কভার' না থাকলেও চাপের মুখে স্নায়ু ধরে রেখে দ্বিতীয় জঙ্গিকে খতম করেন। এছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার দেন কোস্ট গার্ড কর্মীদের মেধাপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতি তৎরক্ষক পদক (‌পিটিএম)‌ একটি ও তিনটে তৎরক্ষক পদক (‌টিএম)। ‌

প্রতীকী ছবি

English summary
On the occasion of Republic Day, 6 Army personnel will be awarded the Shaurya Chakra Award for gallantry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X