For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Republic Day Parade: প্রজাতন্ত্র দিবসে সর্বশ্রেষ্ঠ উত্তরপ্রদেশের ট্যাবলো! ভোটের গন্ধ পাচ্ছেন অনেকেই

সদ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে দেশ! দিল্লির রাজপথে একেবারে রাজকীয় প্যারেড দেখেছে বিশ্বের মানুষ। আকাশে শক্তি দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্য প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেই রাজ্যের সংস্কৃতি তুলে ধ

  • |
Google Oneindia Bengali News

সদ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে দেশ! দিল্লির রাজপথে একেবারে রাজকীয় প্যারেড দেখেছে বিশ্বের মানুষ। আকাশে শক্তি দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্য প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেই রাজ্যের সংস্কৃতি তুলে ধরতে ট্যাবলো পাঠিয়েছিল।

ভোটের গন্ধ পাচ্ছেন অনেকেই

আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ট্যাবলো হিসাবে মনোনীত হয়েছে উত্তরপ্রদেশের পাঠানো ট্যাবলোটি। পপুলার চয়েস (Popular Choice Category) ক্যাটাগরিতে মহারাষ্ট্রের ট্যাবলো নজর কেড়েছে। এছাড়া সিআইএসএফ বেস্ট মার্চিং দল হিসাবে মনোনীত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে আজ শুক্রবার এমনটাই জানানো হয়েছে।

অন্যদিকে এদিন প্রতিরক্ষামন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে, দেশের তিন সার্ভিসের মধ্যে ভারতীয় নৌসেনা সর্বশ্রেষ্ঠ মার্চিং দল হিসাবে মনোনীত হয়েছে। অন্যদিকে Popular Choice Category-তে জয় নিছিয়ে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। The Ministry of Education এবং the Ministry of Civil Aviation যুগ্মভাবে জয় ছিনিয়ে নিয়েছে।

তবে উত্তরপ্রদেশের ট্যাবলোকে সর্বশ্রেষ্ঠ ঘোষণার মধ্যে অনেকেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কাশী বিশ্বনাথের মন্দিরকে দিল্লির রাজপথে তুলে ধরেছিল সে রাজ্য। আর তা নাকি সর্বশ্রেষ্ঠের খেতাব ছিনিয়ে নিয়েছে। আর এর মাধ্যমেই কি সে রাজ্যের মানুষের নজর কাড়ার চেষ্টা করছে বিজেপি?

বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিকমহলের কারবারীরা। কারন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জামাকাপড়ে ছিলও রাজনীতির গন্ধ! বেশ কয়েকটি রাজ্যের ছোঁয়া ছিল তাঁর পোশাকে। যা নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল।

উল্লেখ্য, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ছিল একেবারে অন্য ধরনের। একাধিক ক্ষেত্রে বদল আনা হয়েছিল। এবার 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছে দেশ। আর সেদিকে তাকিয়ে ৭৫ টি বিমানের ফ্লাইংপাস্ট দেখেছে দেশের মানুষ। অন্যদিকে এবার রাজপথে ভারতীয় সেনার তরফে সেঞ্চুরিয়ান ট্যাংক, পিটি ৭৬, 75/24 Pack Howitzers এবং OT-62 Topaz Armored Vehicles- সহ আধুবিক সমরাস্ত্র বিশ্বের সামনে তুলে ধরেছে।

তবে প্রত্যেক বছর যেভাবে বড় করে গণতন্ত্র দিবস ভারত পালন করে থাকে সেদিকে তাকিয়ে এবার অনেকটাই ছোট করে হয়েছে। কারন একটাই! করোনা মহামারীর কারণে অনেক কিছুতেই কাটছাঁট করা হয়। এমনকি অন্যান্য দেশ থেকেও অতিথিরা এবার প্রজাতন্ত্র দিবসে আসতে পারেননি।

অন্যদিকে এবার পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল নিয়ে কম বিতর্ক হয়নি। ট্যাবলো ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে। যে ট্যাবলো বাজ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্মলা সীতারমন জানিয়েছিলেন, এবারে সিপিডব্লুডির ট্যাবলোতেও নেতাজি রয়েছে। ফলে নেতাজিকে ট্যাবলো থেকে বাদ দেওয়া হয়েছে, এমন খারাপ রাজনীতি দেখা বন্ধ করা প্রয়োজন। বিরোধীদের কাছে আবেদনে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

English summary
Republic Day Parade: Uttar Pradesh tableau selected as best one in Republic Day rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X