For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নির্ভয়ার ফাঁসির সাজা কার্যকর করা হবে, জানাল আদালত

  • |
Google Oneindia Bengali News

২২ জানুয়ারির জায়গায় আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি আদালত। নির্ভয়াকাণ্ডে বহু অধ্যায় পার করে দিল্লি আদালত এদিন এই নির্দেষ জানিয়েছে। তিহার জেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এই তথ্য। এদিন রাষ্ট্রপতির কাছে দোষীদের ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করার জন্য বার্তা যায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এরপরই ধর্ষক মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন।

১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নির্ভয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে , জানাল আদালত

প্রসঙ্গত, রাষ্ট্রপতির অবস্থান স্পষ্ট হতেই ১৪ দিন সময় আইনতভাবে দেওয়া হয়েছে দোষীদের। আইনের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর ১৪ দিন সময় দোষীরা পেতে পারেন। এদিকে, আজ দিল্লি কোর্টের তরফে তিহার জেল কর্তৃপক্ষকে জানানো হয় দোষীদের ফাঁসির বিষয়ে। দিল্লি আদালত তিহার কর্তৃপক্ষকে এটি নিশ্চিত করতে বলে যে মুকেশ কুমার সিংয়ের প্রাণভিক্ষার আর্দি যে রাষ্ট্রপতি খারিজ করেছেন, তা যেন ধর্ষককে জানিয়ে দেওয়া হয়।

২০১২ সালে দিল্লির বুকে নারকীয় ধর্ষণের ঘটনা ঘটে নির্ভয়াকে কেন্দ্র করে। সেই ঘটনার পর নির্যাতিতার মৃত্যু হয়। এরপর থেকেই ৭ বছর ধরে টালা চলে আইনি লড়াই। যার শেষে ২০২০ সালে নির্ভয়াকাণ্ডে ৪ জন ধর্ষককে ফাঁসির সাজা শোনায় আদালত।

English summary
Nirbhaya case ll convicts to be executed on February 1 at 6 am orders Delhi court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X