For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যু এড়াতে নির্ভয়া কাণ্ডের চার আসামি কী কী করেছিল জেনে নিন

মৃত্যু এড়াতে নির্ভয়া কাণ্ডের চার আসামি কী কী করেছিলেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ৭ বছর তিন মাস পর অবশেষে মিলল বিচার। তিহার জেলে আজ কার্যত ইতিহাস তৈরী হল, নির্ভয়া গণধর্ষণ কান্ডের ৪ অভিযুক্তের একসাথে ফাঁসি হল আজ। স্বাধীন ভারতে এই ঘটনা প্রথমবার।

সব পথ বন্ধ,মরিয়া চেষ্টার পরেও মিলল না ফল

সব পথ বন্ধ,মরিয়া চেষ্টার পরেও মিলল না ফল

এর আগে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও নানান আইনি মারপ্যাঁচে পিছিয়ে গিয়েছে ফাঁসি। ২০ শে মার্চ ফাঁসির তারিখ নিশ্চিত হতেই সর্বত ভাবে বাঁচার চেষ্টা করে ওই চার আসামী। নিদেনপক্ষে ফাঁসির তারিখ পেছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে ওই চার আসামীর আইনজীবী।

স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন জানান অক্ষয়, পবন, বিনয়

স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন জানান অক্ষয়, পবন, বিনয়

মৃত্যুঘন্টা বেজে উঠলে সব মানুষেরই বোধহয় বাঁচার আশা বহুগুণ বেড়ে যায়। নির্ভয়ার ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা, ও অক্ষয় কুমার ফাঁসির কিছু ঘন্টা আগে অবধিও আপ্রাণ লড়াই করেছিল বাঁচার।

ফাঁসির পরোয়ানা স্থগিতের জন্য গতকালই পাটিয়ালা হাউস আদালতে আবেদন জানানো হয় তিন আসামীর তরফে। পবনের দাবী ছিল সে ধর্ষণের সময় নাবালক ছিল, এবং অক্ষয় গতকাল দ্বিতীয় বারের জন্য প্রাণভিক্ষা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। যদিও প্রত্যেকের প্রাণভিক্ষার আবেদনই গতকাল প্রত্যাখ্যান করেন রাষ্ট্রপতি।

আদালতে খারিজ সব দাবি

আদালতে খারিজ সব দাবি

কাল রাতেও নাটকীয় পরিস্থিতি তৈরী হয় আদালতে। অন্যদিকে, প্রথমে নিম্ন আদালতে আসামীদের আবেদন খারিজ হলে তার আইনজীবী হাইকোর্টের দারস্থ হয়, এবং দাবী করে মুকেশ সিং ঘটনার দিন দিল্লিতে উপস্থিতই ছিলেন না। যদিও বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টের সমস্ত দাবী খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

দীর্ঘ টালবাহানার পর অনিবার্য হল ফাঁসি

দীর্ঘ টালবাহানার পর অনিবার্য হল ফাঁসি

দীর্ঘ টালবাহানার পর আজ বিচার পেল নির্ভয়া। শত চেষ্টার পরেও অবশেষে ২০ শে মার্চ সকাল সাড়ে ৫ টায় ৪ দোষীকে ফাঁসিতে ঝোলালেন জল্লাদ পবন। রাতভর সুপ্রিম কোর্টে নাটক চলার পর সব আইনি দরজা বন্ধ হয় নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ ধর্ষক মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুরের। ফাঁসির ঠিক আধ ঘন্টা পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

'ন্যায় বিচার মিলল', নির্ভয়া ইস্যুতে বার্তা মোদীর , প্রতিক্রিয়া কেজরিওয়াল,ইরানিদেরও'ন্যায় বিচার মিলল', নির্ভয়া ইস্যুতে বার্তা মোদীর , প্রতিক্রিয়া কেজরিওয়াল,ইরানিদেরও

English summary
Finally, the four accused in the Nirbhaya scandal were executed. Learn what they did to avoid death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X