For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ন্যায় বিচার মিলল', নির্ভয়া ইস্যুতে বার্তা মোদীর , প্রতিক্রিয়া কেজরিওয়াল,ইরানিদেরও

  • |
Google Oneindia Bengali News

২০১২ সালে রাজধানীর বুকে পাশবিকতার অন্তিম পর্যায়ে গিয়ে এক তরুণীর গণধর্ষণে নারকীয় উল্লাস চালায় ৬ জন। বিভীষিকা আরও চরমে ওঠে , যখন এদেশ জানতে পারে ওই ৬ জনের মধ্যে রয়ে গিয়েছে এক নাবালকও! এরপর একের পর এক ঘটনা পরম্পরা। যে ঘটনার সূত্রপাত একটি বাসে, তার শেষ পরিণতি সম্পন্ন হল তিহারের ফাঁসির দড়িতে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী।

 কেজরিওয়ালের প্রতিক্রিয়া

কেজরিওয়ালের প্রতিক্রিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, '৭ বছর লেগেছে ন্যায় পেতে। আজ থেকে প্রতিজ্ঞ করতে হবে যে এমন ঘটনা যেন আর না ঘটে।সাম্প্রতিককালে আমরা দেখেছি যে আইনকে কীভাবে ভুলভাবে ব্যবহার করেছে দোষীরা।আমাদের ব্যবস্থাপনা. অনেক গলদ রয়েছে। তা ঠিক করতে হবে। '

ইরানির প্রতিক্রিয়া

ইরানির প্রতিক্রিয়া

'ন্যায় পেতে দেরি হয়েছে তবে শেষ পর্যন্ত তা মিলেছে। এটা একটা বার্তা তাদের জন্য, যারা মনে করে যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ করে পার পেয়ে যাবে তারা।' এমনই প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

প্রসাদের প্রতিক্রিয়া

প্রসাদের প্রতিক্রিয়া

নির্ভয়ার দোষীরা যেভাবে আইনকে ভুলভাবে ব্যবহার করেছে, তাতে ক্ষুব্ধ ছিল গোটা দেশ। এদিকে, নির্ভয়ার দোষীদের ফাঁসির পর এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'যত বড়সড় অপরাধ হয়েছে সেই সমস্ত অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। ... এটা (দোষীদের ফাঁসি) আগে হলে ভালো হত।'

মোদীর বার্তা

মোদীর বার্তা

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইট বার্তায় জানান, 'ন্যায় বিচার মিলেছে। সবচেয়ে বড় বিষয় হল দেশের মহিলাদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা। আমাদের নারীশক্তি যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছে। সবাই মিলে এমন দেশ গড়তে হবে যেখানে মহিলাদের শক্তিশালী করার বিষয়ে ফোকাস করতে হবে। গড়তে হবে সাম্যতা ও সমান সুযোগের পরিস্থিতি। '

English summary
PM Modi to kejriwal's reaction on Nirbhaya Convict got hanged
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X