For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব জারিজুরি শেষ, ভোরে ফাঁসি হচ্ছেই বলে জানাল দিল্লি আদালত, খারিজ সমস্ত মিনতি

  • By
  • |
Google Oneindia Bengali News

দিল্লি হাইকোর্ট অবশেষে নির্ভয়া কাণ্ডের দোষীদের সমস্ত আবেদনকে নস্যাৎ করে ফাঁসির আদেশ বহাল রাখল। যার ফলে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় চারজনের ফাঁসি নিশ্চিত হল।

সব জারিজুরি শেষ, ভোরে ফাঁসি হচ্ছেই বলে জানাল দিল্লি আদালত

এদিন সারাদিন ধরেই ফাঁসি নিয়ে বারবার দোষী পক্ষের আইনজীবী আদালতের দ্বারস্থ হয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তবে আদালত শেষ অবধি তাদের কোনও প্রার্থনাই মেনে নেয়নি। এবং ফাঁসির আদেশ বহাল রেখেছে। একই সঙ্গে আইনজীবীর বারবার এই আবেদনে আদালত প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছে।

আদালত দোষীপক্ষের আইনজীবীকে তিরস্কার করে জানিয়েছে, এটা সাজার মান নিয়ে বিবাদ করার সময় নয়। এটা এখন করা যায় না।

৫ মার্চ আদালত নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করে চার দোষীর। এবং জানায় ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটার সময় মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরের কয়েকদিনে বারবার দোষীদের পক্ষ থেকে আদালতের দরজায় কড়া নাড়া হয়েছে, রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে। তবে কোনও আবেদনে সাড়া মেলেনি। এবং শেষ অবধি ফাঁসি কার্যকর হতে চলেছে।

English summary
Delhi HC dismisses Nirbhaya convicts' plea, hanging tomorrow at 5.30 am confirm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X