For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্গিল বিজয় দিবস, ১৯ বছর কেটে গেলেও শহীদদের বীরগাথা উজ্জ্বল কাশ্মীরিদের মনে

আজ কার্গিল বিজয় দিবস। দেশের বিভিন্ন অংশের মতো এদিন সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের দ্রাস ওয়ার মেমোরিয়ালে এই দিনটির উদযাপন করা হচ্ছে।

Google Oneindia Bengali News

মঙ্গলবার কার্গিল বিজয় দিবস। দেশের বিভিন্ন অংশের মতো এদিন সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের দ্রাস ওয়ার মেমোরিয়ালে এই দিনটির উদযাপন করা হচ্ছে। বীরচক্র পদক প্রাপ্ত কর্নেল শচীন নিম্বাদকার ও কর্নেল ড. রাজেশ আদাউ সহ ১৭ জন বীর যোদ্ধা মালা দিয়ে শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন। সেইসঙ্গে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

কার্গিল বিজয়ের ১৯ বছর, উদযাপন শুরু জম্মু-কাশ্মীরে

আগামী দুদিন ধরে চলবে নানান অনুষ্ঠান। মঙ্গলবার অপারেশন বিজয় নিয়ে হবে আলোচনা। তারপর হবে ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যর উপর নির্মিত একটি লেজার শো। তবে বৃহস্পতিবার সমাপ্তির দিন হবে মূল অনুষ্ঠান। ওইদিন শহিদ পরিবার ও উচ্চপদস্থ সেনা আধিকারিকরা কার্গিল শহীদদের প্রতি মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাঁদের বীরগাথা স্মরণ করবেন।

পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে উদযাপন করতে প্রতিবছর কার্গিল বিজয় দিবস পালন করা হয়। ২৪ থেকে ২৬ জুলাই এই তিনদিন ধরে চলে উদযাপন। তবে এই তিনটে দিন শুধু আনন্দেরই নয়, সেইসঙ্গে স্মরণ করা হয় এই যুদ্ধে শহীদ হওয়া ৫০০ জওয়ানকে।

English summary
Today is Kargil Vijay Diwas. Like many parts of the country, this day is being celebrated in the Dras War Memorial in Jammu and Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X