For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান ছলনার জবাব পেয়েছে কাশ্মীর নিয়ে, কারগিলকে তীর্থক্ষেত্র ব্যাখ্যায় মোদী

কারগিলকে তীর্থক্ষেত্র বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে কারগিল দিবসের অনুষ্ঠানে পাকিস্তানকে একহাত নিয়ে তিনি বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে ছলনা করেছে।

Google Oneindia Bengali News

কারগিলকে তীর্থক্ষেত্র বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে কারগিল দিবসের অনুষ্ঠানে পাকিস্তানকে একহাত নিয়ে তিনি বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে ছলনা করেছে। সেই ছলনার যোগ্য জবাব দেওয়া হয়েছে কারগিলে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাশে নিয়ে পাকিস্তানকে নিশানা করেন মোদী।

পাকিস্তান ছলনা করেছে, কারগিলকে তীর্থক্ষেত্র ব্যাখ্যা মোদীর

প্রধানমন্ত্রী বলেন, কারগিলে ভারত তার শক্তি দেখিয়েছে। ভারতের সেই বীরত্বের ইতিহাস স্মরণ করেছে ইজরায়েল-ফ্রান্সের মতো দেশগুলি। সেনাবাহিনী যে বীরত্বের ইতিহাস রেখে গিয়েছে কারগিলে, তাকে সম্মান জানাতে ওয়ান র্যা ঙ্ক ওয়ান পেনশন ব্যবস্থা চালু করেছে তার সরকার।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, নিরাপত্তার প্রশ্নে তার সরকার কোনও আপোশ করবে না। সন্ত্রাসবাদের প্রকোপ যে হারে বাড়ছে, তার জবাব দিতে তৈরি ভারত। ভারতীয় সেনাবাহিনী আরও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হচ্ছে। ভারতের শক্তি আরও বাড়ছে। তাই সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের মূল লক্ষ্য।

এদিন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জওয়ানরা তাঁদের বীরগাথার প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের উপর একটি ছবির প্রদর্শনীও হয়। তারপরই প্রধানমন্ত্রী তাঁক বক্তব্য পেশ করেন কারগিল দিবসের ২০ বছর পূর্তি উপলক্ষে। কীভাবে দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে, সেই দিক নির্দেশনা করেন প্রধানমন্ত্রী।

English summary
Narendra Modi explains Pakistan got answer of deception in Kargil. PM says Kargil is shrine of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X