For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলিতে কার্গিলে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী! 'বন্দে মাতরম'-এ তাল দিলেন মোদী, দেখুন ভিডিও

ররিবার সন্ধেয় প্রধানমন্ত্রী ছিলেন অযোধ্যায়। সেখানে তিনি দীপোৎসবের সূচনা করেন। আর এদিন সকালে তিনি পৌঁছে যান কারগিলে। সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তাঁর সেখানে যাওয়া। সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপনের

  • |
Google Oneindia Bengali News

ররিবার সন্ধেয় প্রধানমন্ত্রী ছিলেন অযোধ্যায়। সেখানে তিনি দীপোৎসবের সূচনা করেন। আর এদিন সকালে তিনি পৌঁছে যান কার্গিলে। সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তাঁর সেখানে যাওয়া। সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপনের ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

কারগিলে মোদীর দিওয়ালি উদযাপন

প্রধানমন্ত্রী মোদী কারগিলে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেন। যা নিয়ে তিনি টুইট করেছেন। সেখানে ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, কারগিলে একটি উৎসাহী দিওয়ালি। ভিডিওতে প্রধানমন্ত্রীকে সেনা জওয়ানদের গাওয়া বন্দেমাতরমের সঙ্গে তাল দিতে দেখা যাচ্ছে।

 সন্ত্রাস অবসানের উদযাপন

সন্ত্রাস অবসানের উদযাপন

এদিন প্রধানমন্ত্রী কারগিলে সেনা বাহিনীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরে সীমান্ত অঞ্চলে তাঁর সফরের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ভারতের সেনা সন্ত্রাসকে পর্যুদস্ত করেছিল। কারগিলে বিজয়ের পতাকা তুলেছিল ভারত। তিনি বলেন দীপাবলি .সন্ত্রাস অবসানের প্রতীক।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কারগিলের যুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন। সেই সময়ের অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে জয়ের ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সীমান্তে দীপাবলি উদযাপনের ধারা তিনি অব্যাহত রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখনও সেই দীপাবলির কথা স্মরণ করে যখন ভারতের সশস্ত্র বাহিনী কারগিলে সন্ত্রাস গুঁড়িয়ে দিয়েছিল।

সশস্ত্র বাহিনীতে নতুন প্রযুক্তি

সশস্ত্র বাহিনীতে নতুন প্রযুক্তি

প্রধানমন্ত্রী মোদী সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, গত আটবছরে সরকার সশস্ত্র বাহিনীতে নতুন প্রযুক্তির বন্দোবস্ত করার পাশাপাশি সীমান্ত এলাকার পরিকাঠামোর উন্নয়ন করেছে। সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণের ব্যবস্থা করে সংস্কারের বাস্তবায়নে কাজ করেছে সরকার। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তি দেশের শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। তিনি আরও বলেছেন, সশস্ত্র বাহিনীতে কয়েক দশক ধরে প্রয়োজনীয় সংস্কারগুলি এখন করা হচ্ছে।

বিভিন্ন বছরে সীমান্তে মোদীর দিওয়ালি উদযাপন

বিভিন্ন বছরে সীমান্তে মোদীর দিওয়ালি উদযাপন

  • ২০১৪-এ প্রধানমন্ত্রী পদে বসার বছর থেকে মোদীকে দেখা গিয়েছে সীমান্তে দিওয়ালি উদযাপন করতে। ওই বছরে তিনি সিয়াচেন হিমবাহে থাকা সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেছিলেন।
  • ২০১৫-তে তিনি ১৯৬৫ সালের যুদ্ধের ৫০ বছর পূর্তিতে পঞ্জাবের তিনটি স্মৃতি সৌধ পরিদর্শন করেছিলেন।
  • ২০১৬-তে তিনি চীন সীমান্তের কাছে সুমদোহে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ, ডোগরা স্কাউটস এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিওয়ালি পালন করেছিলেন।
  • ২০১৭-তে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে ।
  • ২০১৮-তে তিনি উত্তরাখণ্ডের হারসিলে দিওয়ালি উদযাপন করেছিলেন।
  • ২০১৯-এ প্রধানমন্ত্রী গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে।
  • ২০২০-তে লঙ্গেওয়ালার সীমান্ত চৌকিতে ছিলেন প্রধানমন্ত্রী।
  • ২০২১-এ তিনি গিয়েছিলেন কাশ্মীরের নৌসেরা সেক্টরে।

মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনী লড়াইয়ে বিজেপি! হিমাচলে 'ব্যতিক্রমী' অবস্থানের কারণ নিয়ে জল্পনামুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনী লড়াইয়ে বিজেপি! হিমাচলে 'ব্যতিক্রমী' অবস্থানের কারণ নিয়ে জল্পনা

English summary
PM Modi celebrates Diwali in Kargil with Army and beats with Vande Mataram, video viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X