For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ বাঙালি শ্রমিক হত্যার পর কাশ্মীর ছেড়ে পালাচ্ছে অভিবাসী শ্রমিকের দল

পাঁচ বাঙালি শ্রমিক হত্যার পর কাশ্মীর ছেড়ে পালাচ্ছে অভিবাসী শ্রমিকের দল

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাটরাসু গ্রামে মুর্শিদাবাদ জেলার পাঁচ শ্রমিককে হত্যার ঘটনা ঘটে। এরপরই উপত্যকায় থাকায় রাজ্যের শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ১৩০ জনেরও বেশি শ্রমিককে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়। যদিও এরপরই বিভিন্ন রাজ্যের অভিবাসী শ্রমিকেরা উপত্যকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন।

মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে কাশ্মীরের অভিবাসী শ্রমিকদের

মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে কাশ্মীরের অভিবাসী শ্রমিকদের

নতুন অন্নসংস্থানের ভয় তাড়া করলেও মৃত্যু ভয় কাটাতে পারছেন না কাশ্মীরের অভিবাসী শ্রমিকেরা। এর উপত্যকা ফাঁকা করে দলে দলে তারা নিজ বাসভূমিতে ফেরার তোড়জোড় শুরু করেছেন। বর্তমান অবস্থা বিচার করে যা উপত্যকার অভ্যন্তরীণ অর্থনীতির জন্য একটা বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যা কাশ্মীরের রিয়েল এস্টেট সেক্টরের পাশাপাশি এর সঙ্গে যুক্ত ইঁটভাটা এবং সিমেন্ট শিল্পের তা বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, বর্তমানে কাশ্মীরে ভিন রাজ্যের প্রায় ৪ লক্ষ অস্থায়ী শ্রমিকের বসবাস রয়েছে। পাশাপাশি কার্গিল, লেহ, শ্রীনগর ও জম্মু মিলিয়ে প্রায় ৮ লাখ ভিন রাজ্যের শ্রমিক রয়েছে। তাদের বেশিরভাগই উদ্যান এবং কৃষি ক্ষেত্রে বাদে রিয়েল এস্টেট সেক্টরের সাথে যুক্ত।

 ভিন রাজ্যের শ্রমিকের উপর নির্ভরশীল উপত্যকার বড় অংশ

ভিন রাজ্যের শ্রমিকের উপর নির্ভরশীল উপত্যকার বড় অংশ

অন্যদিকে কাশ্মীরি জনগোষ্ঠীর একটা বড় অংশ যা মূলত বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ থেকে আগত শ্রমিকদের উপরই নির্ভরশীল। যদিও বর্তমানে নতুন করে অশান্তির ঘটনার পরই প্রচুর শ্রমিক উপত্যকা ত্যাগ করেন। যার ফলে এখন কিছু কিছু জায়গায় প্রায় দ্বিগুণ বেতন দিয়ে তবে স্থানীয় শ্রমিকের সন্ধান পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও মাসিক বেতনের পরিমাণ ৩০,০০০ কোটাও ছাড়াচ্ছে।

এই প্রসঙ্গে বলতে গিয়ে কমফোর্ট ভিশন ডোমেস্টিক হেল্প সার্ভিসের প্রধান ইরফান আহমেদ বলছিলেন "এই হত্যাকাণ্ডের ফলে অভিবাসী শ্রমিক ও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। আমি প্রতি মাসে গার্হস্থ্য সহায়তার জন্য প্রায় ৩০ থেকে ৪০ ভিন রাজ্যের লোক পেয়েছি। অক্টোবর মাসে তাদের মধ্যে মাত্র সাতজন কাজে যোগ দিয়েছেন। আমাদের কাছে কিছুদিন আগে প্রায় ১৪০ জন ভিনরাজ্যের কর্মচারী ছিল তাদের মধ্যে ৬০ জনই অক্টোবর মাসে চলে গেছে। "

 বেড়ে চলেছে অভিবাসী শ্রমিকদের মৃত্যু সংখ্যা

বেড়ে চলেছে অভিবাসী শ্রমিকদের মৃত্যু সংখ্যা

এদিকে ভিন রাজ্যের শ্রমিকদের হত্যার পাশাপাশি চলতি সপ্তাহের ৪ঠা নভেম্বর শ্রীনগরের সবচেয়ে ব্যস্ততম গনি খান মার্কেটে একটি গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। প্রাণ যায় উত্তর-প্রদেশের সাহারানপুর জেলার রিঙ্কু সিং নামে এক অভিবাসী বিক্রেতার। ২০ জনেরও বেশি পথচারী ওই হামলার ঘটনায় আহত হয়। এই ঘটনার জেরে ১৪ই অক্টোবরের পর উপত্যকায় অস্থায়ী শ্রমিক ছাড়াও অন্য অসংগঠিত ক্ষেত্রে পেশার সাথে যুক্ত ভিন রাজ্যের মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২।

English summary
a group of migrant workers are fleeing kashmir after killing five bengali workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X