For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্গিল বিজয় দিবস! সঙ্গ দিচ্ছে না আবহাওয়া, শ্রীনগরে পৌঁছেও বাতিল রাষ্ট্রপতির দ্রাসে সফর

কার্গিল বিজয় দিবস! সঙ্গ দিচ্ছে না আবহাওয়া, শ্রীনগরে পৌঁছেও বাতিল রাষ্ট্রপতির দ্রাসে সফর

  • |
Google Oneindia Bengali News

ফের ২০১৯ সালের পুনরাবৃত্তি। এবার সঙ্গ দিল না আবহাওয়া। আর তার জেরে এবারও কার্গিল বিজয় দিবসে শেষ মুহূর্তে দ্রাসে শহিদ বেদীতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মাল্যদানের পরিকল্পনা বাতিল করতে হল। বাতিল হল গোটা সফরই। পরিবর্তে বারামুল্লার শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন রাষ্ট্রপতি। এদিকে রবিবারই চারদিনের সফরে শ্রীনগরে পৌঁছন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কার্গিল বিজয় দিবস! সঙ্গ দিচ্ছে না আবহাওয়া, শ্রীনগরে পৌঁছেও বাতিল রাষ্ট্রপতির দ্রাসে সফর

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ বছর আগে আজকের দিনেই পাকিস্তান সেনাবাহিনীকে খেদিয়ে দেশের জমি ফিরিয়ে এনেছিলেন ভারতের বীর জওয়ানরা। ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল। আর তারপর থেকেই এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করে আসছে ভারত।

এদিকে সোমবার সকালেই টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এমনকী গতকালের মন কী বাত অনুষ্ঠানেও কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অন্যদিকে এদিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন প্রতিরক্ষা প্রতি মন্ত্রী অজয় ভাট।

অন্যদিকে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরই লাদাখের দ্রাস অঞ্চলে কার্গিল শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে ভারতীয় সেনা। সেখানেই আজ যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি কোবিন্দের। কিন্তু পথের কাঁটা সেই খারাপ আবহাওয়াই। যার জেরে বাতিল হল সফর। অন্যদিকে রবিবার চারদিনের সফরে শ্রীনগর এলেও জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা আছে তাঁর। এরই মাঝে কার্গিল বিজয় দিবস পড়ে যাওয়ায় সঙ্গে জুড়েছিল দ্রাসে সফর। কিন্তু খারাব আবহাওয়াই বাধ সাধলা গোটা পরিকল্পনায়।

English summary
weather is not conducive, the President's visit to Dras canceled on Kargil Vijay Dwibas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X