For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিকে খেলাতাম, বাদ দিতাম রোনাল্ডোকে, বিরাট মন্তব্য রুনির

মেসিকে খেলাতাম, বাদ দিতাম রোনাল্ডোকে, বিরাট মন্তব্য রুনির

Google Oneindia Bengali News

বিশ্বকাপে ভায়াকম ১৮-এর স্পোর্টস এক্সপার্ট হিসেবে রয়েছেন ইংলিশ ফুটবলের কিংবদন্তি ওয়েন রুনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং হ্যারি কেনের মধ্যে কাকে তিনি খেলাতেন, কাকে বেঞ্চে বসাতেন এবং কাকে বাদ দিতেন। সেই প্রশ্নের উত্তরে রোনাল্ডোকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন রুনি।

রোনাল্ডো'কে বাদ দিতেন রুনি:

রোনাল্ডো'কে বাদ দিতেন রুনি:

স্টার স্পোর্টস এবং জিও সিনেমার এক্সপার্ট প্যানেলিস্ট হসেবে দায়িত্ব পালন করা রুনি বলেছেন, "আমি মেসিকে শুরু থেকে খেলাতাম, কেনকে বেঞ্চে রাখতাম এবং বাদ দিতাম রোনাল্ডোকে কারণ ও নিজের ক্লাবের হয়ে খেলা বন্ধ করে দিয়েছে।" রুনি জানিয়েছে হ্যারি কেন ইংল্যান্ডের জাতীয় দলের উন্নতির অন্যতম কারণ এবং তিনি মনে করেন অদূর ভবিষ্যতে কেন তাঁকে ছাপিয়ে ইংল্যান্ডের সর্বাধিক গোল সংগ্রকারী ফুটবলার হয়ে উঠবেন।

হ্যারি কেনের প্রশংসায় রুনি:

হ্যারি কেনের প্রশংসায় রুনি:

হ্যারি কেন সম্পর্কে রুনি বলেছেন, "গোল স্কোরিং ফুটবলার ও। এই টুর্নামেন্টে ইংল্যান্ড যদি অনেকটা দূর পর্যন্ত এগোতে পারে তা হলে সেটা হ্যারি কেনের জন্যই হতে চলেছে। ইংল্যান্ডকে জিততে হলে হ্যারি কেনকে গোল করতে হবে।" রুনি মনে করেন ইরানের বিরুদ্ধে কঠিন ম্যাচ হতে চলেছে। ইংল্যান্ড ১-০ গোলে ম্যাচটি জিতবে বলে মনে করেন তিনি। তাঁকে কি ইরান ম্যাচে গোল সংখ্যার নিরিখে টপকে যেতে পারবেন কেন? এর উত্তরে রুনি বলেছেন, "আমি আশা করি ও পারবে কিন্তু আমার মনে হয় না এটা আগামীকালই হবে।"

ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর ফোডেন:

ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর ফোডেন:

ম্যানচেস্টার সিটির তরুণ ফরোয়ার্ড ফিল ফোডেন'কে ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন রুনি। তিনি বলেছেন, "আমার মনে হয় যা ক্ষমতা রয়েছে ওর তাতে কখনওই ফর্ম খুব একটা হারাবে না। ম্যানচেস্টার সিটিতে ও যে ফর্ম দেখিয়েছে সেই ফর্ম যদি নিজের সঙ্গে করে নিয়ে আসে তা হলে বাড়তি সুবিধা পাবে ইংল্যান্ড সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।"

বিশ্বকাপে ফেভারিট জার্মানি:

বিশ্বকাপে ফেভারিট জার্মানি:

বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে তাঁর সমর্থন থাকলেও রুনি মনে করছেন জার্মানির সব থেকে উজ্জ্বল সুযোগ রয়েছে এই বিশ্বকাপে। রুনি বলেছেন, "অন্যান্য দলের মতোই সুযোগ রয়েছে ইংল্যান্ডের কাছে কিন্তু জার্মানির ক্ষেত্রে ভিতর থেকে আমার মনে হচ্ছে ওর একটু এগিয়ে আছে। আমার জন্য এমনটা বলা কঠিন। জার্মানি সত্যিই অনেকটা গোছানো এবং ওদের হারানোটা কঠিন হবে।"

English summary
FIFA World Cup 2022: Wayne Rooney said he would drop Ronaldo and start Messi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X