For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ ঘিরে কালো মেঘ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোন পথে হাঁটবেন পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী

ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ ঘিরে কালো মেঘ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোন পথে হাঁটবেন পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী

Google Oneindia Bengali News

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ কী, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন ফুটবল বিশ্বে। এক সপ্তাহও বাকি নেই জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডো খুলতে, সেখানে এখনও নিশ্চিত নয় সিআর ৭-এর ক্লাব। ইতালির ফুটবল সিলভিও পাগলিয়ারি বড় ক্লাবগুলির উদ্দেশ্যে ইতিমধ্যেই বার্তা দিয়ে জানিয়েছেন রোনাল্ডো ফ্রি এজেন্ট হলেও তাঁর বর্তমান যা মার্কেট প্রাইজ তাতে তাঁকে সই করানোর কোনও মানে নেই।

 ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ ঘিরে কালো মেঘ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোন পথে হাঁটবেন পাঁচ বারের ব্যালন ডিওর জয়ী

গত মাসে বিশ্বকাপের মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যেই সময় রেড ডেভিলসের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেন সেই সময়ে তাঁর সঙ্গে ইংল্যান্ডের ক্লাবটির ছয় মাসের চুক্তির মেয়াদ আরও বাকি ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সিআর ৭ ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে। ২০২১ সালের সামার ট্রান্সফারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বিতীয় বারের জন্য সই করেন ম্যানচেস্টার ইউনাইটেডে। যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই আবারও রেড ডেভিলসে যাত্রা শুরু করেন রোনাল্ডো। প্রত্যাবর্তনের প্রথম মরসুমেই ১৮টি গোল করেন তিনি।

তবে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক তলানিতে যাওয়া শুরু করে যখন চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ক্লাব। ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন রোনাল্ডো। এই কারণে এই মরসুমের শুরুতেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আকাশ ছোঁয়া মূল্য দিতে তাঁকে দলে নেওয়া সম্ভব হয়নি অন্য কোনও ক্লাবের।

নতুন মরসুমে এরিক টেন হাগের কোচিংয়ে ম্যানচেস্টারের প্রথম একাদশে সুযোগই পাচ্ছিলেন না রোনাল্ডো। তাঁরে বসিয়ে রাখা হচ্ছিল রিজার্ভে। অক্টোবরে টোটেনহাম হটস্পারের বিরুদ্ধে ম্যান ইউ-এর ২-০ ব্যবধানে জেতা ম্যাচে পরিবর্তন ফুটবলার হিসেবে নামতে অস্বীকার করেন রোনাল্ডো। ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে চুক্তি বিচ্ছেদ করেন রোনাল্ডো। বর্তমানে ফ্রি-এজেন্ট হয়েও ইউরোপীয় ফুটবলে ক্লাব খুঁজে পাচ্ছেন না রোনাল্ডো। একমাত্র সৌদি আরবের ক্লাব আল নাসের রোনাল্ডোকে সই করানোর জন্য ঠিকঠাক ইচ্ছা প্রকাশ করেছেন এবং মোটা অর্থের চুক্তি অফার করেছেন। রোনাল্ডোর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছেন, রোনাল্ডোর উপর আর ইনভেস্ট করা উচিৎ নয়। তিনি বলেছেন, যদি নিজের পারিশ্রমিক না কমান রোনাল্ডো তা হলে তাঁকে মিডল ইস্টেই খেলতে হবে।

কাতারে বিশ্বকাপ ২০২২-এ অনেক কিছুর জবাব দিতে এসেছিলেন রোনাল্ডো। তাঁকে নিয়ে যাঁরা সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁদের ভুল প্রমাণ করার তাগিদ ছিল রোনাল্ডোর মধ্যে। ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলও করেন তিনি। কিন্তু নক আউট পর্যায়ে রিজার্ভ বেঞ্চে তাঁকে বসিয়ে দেওয়া হয়। এর খেসারক দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় পর্তুগাল।

অসংযত জীবনযাপন, মাত্র ৪৯ বছরে প্রয়াত উরুগুয়ে-জুভেন্তাস-কাগলিয়ারির প্রাক্তন তারকা মিডফিল্ডারঅসংযত জীবনযাপন, মাত্র ৪৯ বছরে প্রয়াত উরুগুয়ে-জুভেন্তাস-কাগলিয়ারির প্রাক্তন তারকা মিডফিল্ডার

English summary
The future of Cristiano Ronaldo is still doubtful ahead of Winter transfer window
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X