For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিওনেল মেসিকে বিশ্বকাপ তুলে নেওয়ার আগে পরানো হয় আলখাল্লা, তার দর এখনই ৮ কোটি! কে কিনতে চান?

  • |
Google Oneindia Bengali News

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা ঠিক এক সপ্তাহ আগেই ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জেতে বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসিকে কাতারের রাজা একটি বিশেষ ধরনের আলখাল্লা পরিয়ে দিয়েছিলেন। কালো রংয়ের সেই আলখাল্লা কিনতেই এবার ওমানের এক সাংসদ যা দর দিলেন, তা শুনলে চোখ কপালে উঠবে।

মেসির সেই আলখাল্লার দরে চক্ষু চড়কগাছ হবে!

লিওনেল মেসি বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স থাকলেও বিশ্বের ফুটবলপ্রেমীদের সমর্থন আদায়ের নিরিখে আর্জেন্তিনাই এগিয়ে ছিল। অতিরিক্ত সময় অবধি খেলার ফল ছিল ৩-৩। প্রথমার্ধে আর্জেন্তিনা দুই গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতা ফেরায় ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে আর্জেন্তিনা এগিয়ে যায়, এমবাপে হ্যাটট্রিক করে সমতা ফেরান। শেষ অবধি টাইব্রেকারে পরাস্ত হয় ফ্রান্স।

বিশ্বকাপটি যখন মেসির হাতে উঠবে তখন আর্জেন্তিনার অধিনায়ককে বিশ্ত উপহার দেওয়া হয়। ওমানের সাংসদ আহমেদ আল বারওয়ানি সেই বিশ্ত কিনতে ১ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব রেখেছেন। মেসি নিজে টুইটারে নেই। তাই নিজের টুইটে টিম মেসিকে ট্যাগ করেছেন ওমানের ওই সাংসদ। মেসিকে বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে আরবি বিশ্তের গরিমা, ঐতিহ্য ও মর্যাদার কথা উল্লেখ করে সেটি কেনার ইচ্ছাপ্রকাশ করেন আল বারওয়ানি। সেই প্রস্তাবে মেসি ও মেসির টিম সাড়া দেয় কিনা সেটাই দেখার।

এবারের বিশ্বকাপে লিওনেল মেসি একাধিক নজির গড়েছেন। বিশ্বকাপে গোলের সংখ্যায় টপকে গিয়েছেন পেলেকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটি সোনার বলের মালিক এখন মেসি। ২০১৪ সালের পর এবার ফের জিতলেন। ফাইনালে খেলতে নেমে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন মেসি।

English summary
Oman MP Wants To Buy Lionel Messi's Bisht Offers Huge Amount Of Money. Messi Was Given The Bisht Just Ahead Of Lifting The World Cup Trophy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X