For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির কন্যাকে নিজের সই করা জার্সি উপহার পাঠালেন লিওনেল মেসি

ধোনির কন্যাকে নিজের সই করা জার্সি উপহার পাঠালেন লিওনেল মেসি

Google Oneindia Bengali News

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভা সিং ধোনিকে নিজের সই করা জার্সি উপহার পাঠালেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র লিওনেল মেসি। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ২০২২-এ স্বপ্নপূরণ হয়েছে মেসির। তাঁর দাপটে কাতারের মাটিতে আঁকা হয়েছে ফুটবলের শিল্প। দীর্ঘ পাঁচ বারের প্রচেষ্টায় বহু কাঙ্খিত বিশ্বকাপ ট্রফি শেষ পর্যন্ত হাতে ধরার স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টিনার অধিনায়কের।

 ধোনির কন্যাকে নিজের সই করা জার্সি উপহার পাঠালেন লিওনেল মেসি

ধোনির মেয়ে জিভা মেসির থেকে তাঁর সই করা জার্সি উপহার হিসেবে পাওয়ার পর নিজের উত্তেজনা আরও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে সেই ছবি। মেসির পাঠানো তাঁর সই করা জার্সি পরে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে জিভা লেখেন, "বাবার মতোই! মেয়ের মতোই!" মেসি লিখেছেন 'পারা জিভা' এবং তার নীচে তাঁর সই। স্প্যানিশে মেসির ওই লেখার অর্থ 'জিভার জন্য।'

জিভার এই পোস্টটি প্রায় দুই লক্ষ লাইক সংগ্রহ করেছে সমাজাকি মাধ্যমে। ইনস্টাগ্রামে জিভার ফলোয়ার সংখ্যা ১.৯ মিলিয়ান। বাবার মতোই ফুটবলের প্রতি অনুরাগ রয়েছে জিভার। আইএসএল-এর ক্লাব চেন্নাইয়িন এফসি'র অন্যতম অংশীার মহেন্দ্র সিং ধোনির। তিনি ছাড়াও এই ক্লাবের অংশীদারিত্ব রয়েছে ভিটা দানি এবং অভিষেক বচ্চনের কাছে।

এর আগে বিসিসিআই-এর সচিব জয় শাহকে নিজের সই করা জার্সি পাঠিয়েছিলেন লিওনেল মেসি। বিসিসিআই সচিব জয় মেসির পাগল ভক্ত। জয় শাহকে মেসির জার্সি পাঠানোর খবর প্রকাশ্যে আনেন প্রাজ্ঞান ওঝা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেই জার্সির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, "সর্বকালের সেরা শুভেচ্ছা এবং তাঁর সই করা জার্সি পাঠিয়েছেন জয় ভাইকে। আশা করি নিজের জন্য দ্রুত আমিও একটি পাব।"

কাতার বিশ্বকাপে সাতটি গোল করেছেন লিওনেল মেসি এবং তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টিনা মোট ১২টি গোল করেছে কাতারে যার মধ্যে ১০টিতেই অবদান রয়েছে মেসির। ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি টাই ব্রেকারেও চাপের মধ্যে থেকে প্রথম শট থেকে গোল এনে দেন তিনি। ফিফা বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল জেতেন মেসি। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হলেন বেশি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার যিনি দুই বার গোল্ডেন বল জিতেন।

ভারতের ৬ ক্রিকেটার আর টি ২০ দলে সুযোগ পাবেন না! তালিকায় নাম কাদের?ভারতের ৬ ক্রিকেটার আর টি ২০ দলে সুযোগ পাবেন না! তালিকায় নাম কাদের?

English summary
Lionel Messi send signed jersey to MS Dhoni's daughter Ziva
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X